কর্মসংস্থান তৈরিতে তেমন বরাদ্দ নেই: সায়মা হক বিদিশা
দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট প্রস্তাব উপস্থাপনের পর এর প্রতিক্রিয়ায় অর্থনীতিবিদ সায়মা হক বিদিশা বলেছেন, এ বাজেটে তরুণেদের জন্য নতুন কর্মসংস্থান তৈরীর জন্য সরকারের বড় ধরনের কোনো বরাদ্দ কিংবা পরিকল্পনা নেই।
বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় ৬,০৩,৬৮১ কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত এই ব্যয় বিদায়ী অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ১২ শতাংশ বেশি। বাজেটের টাকার এই অংক বাংলাদেশের মোট জিডিপির ১৭.৫ শতাংশের সমান।
বাজেট প্রস্তাব ঘোষণার পর এর প্রতিক্রিয়ায় অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সায়মা হক বিদিশা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "দেশে অনেক কর্মজীবিরা তাদের কাজ হারিয়েছেন এ করোনা মহামারীর মধ্যে। নতুন করে যুক্ত হছেন অনেকে চাকরি খোজার দৌড়ে কিন্তু নতুন বাজেটে সরকারের তেমন কোনো বরাদ্দ নেই। কিন্তু আমরা দেখছি হাইব্রিড গাড়ির দাম কমানো হয়েছে।"
তিনি বলেন, "যদি জীবিকার দিক থেকে চিন্তা করি তবে দারিদ্র দূরীকরণ, কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং যদি জীবনের কথা চিন্তা করি তবে অবশ্যই স্বাস্থ্য ও শিক্ষা। নতুন এ বাজেটে জীবন ও জীবিকার কথা বলা হয়েছে কিন্তু জীবিকার জন্য তেমন বড় বরাদ্দ নেই।"
এই অর্থনীতিবিদ বলেন, "আমাদের বাজেটে ধাপে ধাপে প্রবাসীদের কথা চিন্তা করতে হবে। এ মহামারীতে অনেকেই দেশে এসে আটকা পড়েছেন কিংবা তাদের চাকরী হারিয়েছেন। তাদের কর্মসংস্থান এর কথা ভাবতে হবে বাজেটের ক্ষেত্রে।"
তিনি আরও বলেন, এবারের বাজেটে কর্মসংস্থানকে একেবারে ফ্রন্ট এ নিয়ে আসার দরকার ছিল কিন্তু আমরা তা দেখতে পাইনি। করোনার মধ্যে যারা প্রথম ধাক্কা সামলিয়ে উঠছিল তারা আবার দ্বিতীয় ধাক্কায় পিছিয়ে পড়েছেন। তাদের কথা ভাবতে হবে বাজেট প্রণয়নে।"