কাউন্সিলরদের চাপের মুখে অনুমোদন পায়নি বাফুফের ৬১ কোটি টাকার বাজেট
রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। ২টা থেকে শুরু হওয়া ভোট চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এর আগে হয় বার্ষিক সাধারণ সভা (এজিএম) হয়, যেখানে খানিকটা উতপ্ত অবস্থাই তৈরি হয়েছিল। দুই ঘণ্টা ধরে চলা এজিএমে উত্তাপ ছড়ায় ২০২৫ সালের প্রস্তাবিত বাজেট অনুমোদন নিয়ে। শেষ পর্যন্ত কাউন্সিলরদের চাপের মুখে প্রস্তাবিত ৬১ কোটি টাকার বাজেট অনুমোদন হয়নি।
২০২৫ সালে টুর্নামেন্ট আয়োজন ও অন্যান্য খরচ বাবদ বাফুফের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৬১ কোটি ৫২ লাখ ৮১ হাজার টাকা। আয় হয়েছে ৪৭ কোটি ৭৫ লাখ টাকা, ঘাটতি ১৪ কোটি টাকা। এ অবস্থায় বাজেট অননুমোদন করা নিয়ে আপত্তি জানান কয়েকজন কাউন্সিলর। বাজেট অনুমোদন না হওয়ার পাশাপাশি আর্থিক বিষয় নিয়েও প্রশ্ন আছে। ময়মনসিংহ বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান বলেন, 'বাজেটে জেলা ফুটবল নিয়ে কিছু নেই। আয়-ব্যয়ের হিসাব নিয়েও অনেক আপত্তি রয়েছে।'
ডেলিগেটদেরও আপত্তি আছে বাজেট অনুমোদন নিয়ে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাফুফের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়া ইমরুল হাসান বলেন, 'এজিএমে গত বছরের রিপোর্ট পেশ করেছেন সাধারণ সম্পাদক। নতুন বছরের প্রস্তাবিত বাজেটও দেওয়া হয়েছিল। তবে অধিকাংশ ডেলিগেটের দাবি ছিল, যেহেতু নতুন কমিটি আসছে, নতুন কমিটির সামনেই যেন সেটা পেশ করা হয়। সেটা আগামীতে উপস্থাপন করা হবে। '
গত ৩ অক্টোবর বাফুফের কার্যনির্বাহী কমিটির শেষ সভা হয়। সেই সভায় বাজেট অনুমোদন হয়নি। ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ইমরুল হাসানকে অবহিত না করে বাজেট উত্থাপন করায় তা অনুমোদন পায়নি। এরপর আর্থিক বিষয়াদি নিয়ে আরেকটি সভা হওয়ার কথা থাকলেও হয়নি।
বাজেট পাশ না হওয়ার ক্ষেত্রে বাফুফের ফিন্যান্স বিভাগের দায় আছে কিনা, এমন প্রশ্নে ইমরুল হাসান বলেন, 'আসলে বিষয়টি এ রকম নয়। আমাদের ডেলিগেটরা এটা নতুন কমিটির কাছে পাশ করাতে চেয়েছে।'