টিকা কিনতে প্রয়োজনে আরও অর্থ বরাদ্দ দেওয়া হবে: অর্থসচিব
প্রয়োজন হলে কোভিড-১৯ টিকা সংগ্রহে সরকার আরও অর্থ বরাদ্দ দেবে বলে জানিয়েছেন অর্থসচিব আব্দুর রউফ তালুকদার।
আজ শুক্রবার (৪জুন) তিনি অর্থমন্ত্রীর মিডিয়া ব্রিফিংয়ে একথা জানিয়ে বলেন, "নতুন বাজেটে ভ্যাকসিন ক্রয়ে ১৪,২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। দরকার হলে এখাতে আরও অর্থ বরাদ্দ দেওয়া হবে।"
স্বাস্থ্য খাতে সরকার চাহিদা মোতাবিক ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করবে বলেও জানান তিনি।
অর্থসচিব বলেন, "আগামী অর্থবছরের শুরুতে দেশের সকল হাসপাতালের যন্ত্রপাতি ও সরঞ্জাম ঘাটতি নিরূপণ করে, সেই অনুসারে সরঞ্জাম কেনা হবে।"
স্বাস্থ্য খাতের ঘাটতি পূরণে অর্থ মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নিবে বলেও তিনি উল্লেখ করেন।
"স্বাস্থ্য খাতে প্রকল্প ব্যবস্থাপনা ও ক্রয় প্রক্রিয়া নিয়ে দক্ষতার অভাব রয়েছে। আগামী অর্থবছরে এসব অদক্ষতা দূর করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ক্র্যাশ প্রোগ্রামের আওতায় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।"