ডি-৮ ইকোনমিক জোন প্রতিষ্ঠার অনুরোধ এফবিসিসিআই’র
বাংলাদেশ সরকারের দেয়া বিনিয়োগ সুবিধা গ্রহণ করে একটি ডি-৮ ইকোনমিক জোন স্থাপনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই) সভাপতি শেখ ফজলে ফাহিম। ভারত, জাপান, চীন এই ইকনোমিক জোন প্রতিষ্ঠায় ইতোমধ্যে কাজ করছে বলে তিনি জানান।
একইসাথে তিনি ডি-৮ ভুক্ত দেশগুলোর মধ্যে আরও শক্তিশালী বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক গড়ে তুলতে বর্তমান প্রযুক্তি বাজারকে লক্ষ্য রেখে জ্ঞান বিনময় সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।
সোমবার (২৮ অক্টোবর) এফবিসিসিআই কার্যালয়ে ডি-৮ মহাসচিব এ্যাম্বেসেডর দাতো কু জাফারকুশারির সাথে এক বৈঠকে শেখ ফাহিম এসব কথা বলেন।
বৈঠকে ডি-৮ মহাসচিব এ্যাম্বাসেডর দাতো কু জাফার কুশারি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং প্রযুক্তিগত উন্নয়নের প্রশংসা করেন। তিনি বলেন, ডি-৮-এর সহ-প্রতিষ্ঠাতা হিসেবে বাংলাদেশের ডি-৮ভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ বাড়ানোর ব্যাপক সম্ভাবনা রয়েছে।
তিনি বর্তমান প্রযুক্তির বাজার, দক্ষতার উন্নয়ন, বিনিয়োগ সংস্কার, বর্তমান বিশ্বের চাহিদা মোতাবেক বিভিন্ন নতুন উদ্যোগ নিয়ে বাংলাদেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআইয়ের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এছাড়াও ডি-৮ মহাসচিব আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া ডি-৮ সামিটের ব্যাপারেও বিস্তারিত আলোচনা করেন।
বৈঠকে বাংলাদেশ ও ডি-৮ ভুক্ত দেশগুলোর মধ্যে প্রযুক্তিসমৃদ্ধ বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে একযোগে কাজ করতে সম্মতি প্রকাশ করেন এফবিসিসিআই সভাপতি এবং ডি-৮ মহাসচিব।
উন্নয়নশীল ৮টি দেশ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা ডি-৮ বা ডেভেলপিং ৮ নামে পরিচিত। এই সংস্থাটি একটি অর্থনৈতিক উন্নয়ন জোট। বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্ক এই ৮ টি দেশ নিয়ে ডি-৮ সংস্থা গঠিত।
১৯৯৭ সালে জুনের ১৫ তারিখে ইস্তাম্বুল ঘোষণার মাধ্যমে যাত্রা শুরু করে সংস্থাটি।