ড. ইউনূসকে রাজনৈতিক আশীর্বাদপুষ্ট ব্যবসায়িক সংস্কৃতি বন্ধের আহ্বান ব্যবসায়ীদের
ব্যবসায়ী সম্প্রদায় দেশের মধ্যে দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রমের একটি নতুন অধ্যায় শুরু করতে আগ্রহী বলে মন্তব্য করেছেন আইসিসি বাংলাদেশের পরিচালক মীর নাসির হোসেন। একইসাথে রাজনৈতিক আশীর্বাদপুষ্ট ব্যবসায়িক সংস্কৃতির অবসান চেয়েছেন তিনি।
আজ (বৃহস্পতিবার) বিকেলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে ব্যবসায়িক নেতারা সাক্ষাৎ করেন। তখন তাদের পক্ষ থেকে এসব কথা বলেন মীর নাসির হোসেন।
এফবিসিসিআইয়ের সাবেক এই প্রেসিডেন্ট বলেন, "আমি আমাদের তরুণদের বলতে চাই, আমরা ব্যবসায়ী সম্প্রদায় তাদের সহযোগিতায় একসাথে কাজ করে এগিয়ে যাব। আমরা বিশ্বাস করি যে, তাদের মেধা, দর্শন ও প্রজ্ঞা বাংলাদেশকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে একটি নতুন মাত্রা দেবে।"
মীর নাসির দাবি করেন, এখানে একটি মহল রয়েছে যারা সমাজ ও অর্থনীতিতে বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টি করে অন্তর্বর্তী সরকারকে অসম্মান করতে মরিয়া। আমাদের এই অপবিত্র গোষ্ঠীকে প্রতিহত করতে হবে এবং পূর্ণ শক্তি দিয়ে এর মোকাবিলা করতে হবে।"
মীর নাসির বলেন, "বাংলাদেশের রপ্তানি খাত শুধু দেশের জন্য বৈদেশিক মুদ্রা আয় করে না। একইসাথে দেশের অর্থনীতির চাকা সচল রেখে বিপুল সংখ্যক লোকের কর্মসংস্থানও করে।"
ইউনূসের উদ্দেশ্য করে মীর নাসির আরও বলেন, "তবে কিছু অসাধু ব্যবসায়ীর অসাধু চর্চা ও আর্থিক অনিয়মের কারণে দেশের অর্থনীতি আজ হুমকির মুখে। ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে আমি আপনাকে এই অসাধু ব্যবসা এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দৃঢ়ভাবে আবেদন জানাচ্ছি।"
সামগ্রিকভাবে ব্যবসায়িক গোষ্ঠীর অধ্যাপক ইউনূসের নেতৃত্বে পূর্ণ বিশ্বাস ও আস্থা রয়েছে। যা কি-না 'নতুন বাংলাদেশ' গঠনের জন্য ছাত্র-নেতৃত্বাধীন গণআন্দোলনের ফলে উদ্ভূত হয়েছিল", যোগ করেন তিনি।