নতুন বাজেটে কমলো কর্পোরেট কর
বেসরকারি বিনিয়োগ ও জিডিপি অনুপাত এর লক্ষ্যমাত্রা অর্জন করতে নতুন বাজেটে কর্পোরেট কর কমানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড়, ৬,০৩,৬৮১ কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন তিনি।
বাজেট বক্তব্যে ২০২১-২০২২ অর্থ বছরে কর্পোরেট করহার আরও কমিয়ে নন-লিস্টেড কোম্পানির ক্ষেত্রে করহার ৩২.৫০% থেকে ৩০% করার প্রস্তাব দেন তিনি। আর লিস্টেড কোম্পানির জন্য করহার ২৫% থেকে ২২.৫% করার প্রস্তাব দেওয়া হয়েছে।
বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, "বাংলাদেশে বর্তমানে বেসরকারি বিনিয়োগ ও জিডিপি অনুপাত হলো ২৩ শতাংশ। সরকার এই অনুপাত বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। কর্পোরেট করহার কমিয়ে আনলে বেসরকারি বিনিয়োগ ও জিডিপি অনুপাত এর লক্ষ্যমাত্রা অর্জন করা সহজ হতে পারে। বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে এবং কোভিড ১৯ চলমান পরিস্থিতিতে তাই বাংলাদেশেও করহার পুনঃনির্ধারণ করা সময়ের দাবী।"
তিনি আরও বলেন, "বর্তমানে বিরাজমান ব্যবসাবান্ধব পরিবেশের সাথে একটি প্রতিযোগিতামূলক করহার দেশের বাণিজ্যের প্রসারে ও শিল্পায়নে গুরুতৱপূৰ্ণ ভূমিকা রাখবে। এ বিষয়টি বিবেচনায় রেখে ও ব্যবসায়ী মহলের প্রত্যাশা পূরণকল্পে ও ব্যবসা বাণিজ্যের দ্রুত প্রসারের লক্ষ্যে গত ২০২০ সালের অর্থ আইনে কর্পোরেট করহার ৩৫% থেকে ৩২.৫০% করা হয়েছিল। ২০২১-২০২২ অর্থ বছরে কর্পোরেট করহার আরও কমিয়ে নন-লিস্টেড কোম্পানিসমূহের ক্ষেত্রে করহার ৩২.৫০% থেকে ৩০% করার প্রস্তাব করছি। অনুরূপভাবে লিস্টেড কোম্পানির জন্য করহার ২৫% থেকে ২২.৫% করার প্রস্তাব করছি।"