নিম্নমুখী বাজারে আস্থা ফেরাতে আগ্রহী গ্রামীণফোন
নিম্নমুখী শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মনে আস্থা ফেরাতে আগ্রহী গ্রামীণফোন। এ জন্য নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সঙ্গে একত্রে কাজ করতে চায় কোম্পানিটি।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান।
দু'পক্ষের বৈঠক শেষে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত-উল-ইসলাম সাংবাদিকদের বলেন, "পুঁজিবাজারের উন্নয়নে উভয়পক্ষ একসঙ্গে কাজ করার বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন। পুঁজিবাজারের বিভিন্ন প্রোডাক্টে বিনিয়োগ বিষয়ে আলোচনা হয়েছে।"
আলোচনার বিষয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "মার্কেটের বিষয়ে বিনিয়োগকারীদের আস্থা কীভাবে আরও বাড়ানো যায় তা নিয়ে আলোচনা করেছি আমরা।"
এদিকে আজ বিকেলে বিএসইসির কার্যালয়ে চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শীর্ষ ব্রোকারেজ হাউসগুলোর সিইও ও নির্বাহী প্রধানরা।
সেখানেও বর্তমান বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে চেয়ারম্যানের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়।