বাংলাদেশ ফাইন্যান্সের শেয়ারে কারসাজি: ৮ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ৭০.৫৭ কোটি টাকা জরিমানা
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্সের শেয়ার নিয়ে কারসাজির ঘটনায় আট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৭০ কোটি ৫৭ লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিএসইসির সভায় এ জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামির সেকান্দারকে ৩২.২৫ কোটি টাকা, মাহির সেকান্দারকে ৫২ লাখ টাকা, আবু সাদাত মোহাম্মদ সায়েমকে ২১.৯০ কোটি টাকা, আব্দুল মবিন মোল্লাহকে ১০ লাখ টাকা, আফরা চৌধুরীকে ৩৫ লাখ টাকা ও আনিকা ফারহিনকে সাড়ে সাত কোটি টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও সিটি জেনারেল ইন্স্যুরেন্সকে ৮৫ লাখ টাকা ও আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডকে ৭.১০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
২০২১ সালের ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে হওয়া অনিয়মের কারণে এ জরিমানা করা হয়েছে।