বাংলাদেশকে প্রায় আড়াই কোটি টাকা ভ্যাট দিল ফেসবুক
চলতি বছরের জুনে বাংলাদেশ সরকারের কাছে ২ কোটি ৪৪ লাখ টাকার ভ্যাট রিটার্ন দাখিল করেছে বহুজাতিক কোম্পানি ফেসবুক।
বুধবার বিকেলে বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন কাস্টম, এক্সাইজ এবং ভ্যাট কমিশনারেট ঢাকা দক্ষিণ কার্যালয়ের কমিশনার প্রমিলা সরকার।
তিনি জানান, ভ্যাটের এই পরিমাণের মধ্যে ফেসবুক আয়ারল্যান্ড লিমিটেড দিয়েছে ২ কোটি ৪৩ লাখ ২৭ হাজার ৫৯৯ টাকা, ফেসবুকে পেমেন্টস ইন্টারন্যাশনাল দিয়েছে ২৪ হাজার ৭০ টাকা এবং ফেসবুক টেকনোলজিস আয়ারল্যান্ড লিমিটেড দিয়েছে ২৫ হাজার ৬ টাকা।
সবগুলো রিটার্নই গত ১৫ জুলাই ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট কার্যালয়ে দাখিল করা হয়।
বাংলাদেশে ব্যবসা করে এমন নিবন্ধিত অনাবাসী প্রতিষ্ঠানের কাছ থেকে এই প্রথম ভ্যাট রিটার্ন পেল ভ্যাট বিভাগ।