বিদেশ ভ্রমণে ব্যাংকের এমডি'দের আরও কম তথ্য দিতে হবে
সপরিবারে বিদেশ ভ্রমণের আগে দেশের বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) ১৫ ধরনের তথ্য দেওয়া বাধ্যতামূলক করেছিল কেন্দ্রীয় ব্যাংক। তবে সেটি কমিয়ে ৯ ধরনের তথ্যদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন নির্দেশনার আওতায়, তাদের পিতা, মাতা, স্বামী/ স্ত্রীর নাম এবং ভ্রমণ খরচের উৎস জানানোর প্রয়োজন হবে না।
এর আগে একজন এমডিকে তার বিগত দুই বছরের ভ্রমণ সংক্রান্ত তথ্য দিতে হতো। কিন্তু, আজ সোমবার (৫ জুলাই) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের সংশোধিত বিধিমালার আওতায়, এখন থেকে শুধুমাত্র সাম্প্রতিক বিদেশ ভ্রমণের তথ্য দিলেই চলবে।
যেসব তথ্যদান বাধ্যতামূলক রাখা হয়েছে সেগুলো হচ্ছে; নির্দিষ্ট ব্যাংক ও ব্যবস্থাপনা পরিচালকের নাম, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট নম্বর, ভ্রমণের উদ্দেশ্য ও পরিকল্পিত দিন, ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে ভ্রমণের অনুমতির দিন, বিদেশে গিয়ে যেখানে থাকা হবে সেই ঠিকানা এবং শেষবার বিদেশ ভ্রমণের তথ্য।
এর আগে গত বছরের ২৩ মার্চ ব্যাংক এমডিদের বিদেশ ভ্রমণের বিধিমালা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছিল কেন্দ্রীয় ব্যাংক। ওই নির্দেশনার আওতায় এমডি'র অনুপস্থিতিতে যিনি তার দায়িত্ব পালন করবেন- সেই পরিচালকের বিস্তারিত তথ্য দেওয়াও বাধ্যতামূলক করা হয়।