বিলট্রেড ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাংক হিসাব জব্দ করছে এনবিআর
৫০ কোটি ২৪ লাখ টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মেসার্স বিলট্রেড ইন্জিনিয়ারিং লিমিটেডের ব্যাংক হিসাব জব্দ করার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
মঙ্গলবার রাজস্ব বোর্ডের ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেট থেকে কোম্পানিটির ব্যাংক হিসাব জব্দ করতে ৬১টি বাংকে চিঠি পাঠানো হয়েছে। চ্যানেল নাইনের ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান বিলট্রেডেরও ব্যবস্থাপনা পরিচালক।
ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনার ড.মইনুল খান জানিয়েছেন, "ভ্যাট ফাঁকির সুনির্দিষ্ট অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আগে দুটি মামলা হয়। এর একটিতে ২৬ কোটি ৬৮ লাখ ও অন্যটিতে ২৫ কোটি ৫৬ লাখ টাকার ভ্যাট ফাঁকির অভিযোগ রয়েছে। এর মধ্যে প্রথম মামলায় বিলট্রেড ২ কোটি টাকা জমা দেয়।"
"বাকি ৫০ কোটি ২৪ লাখ টাকা জমা না দিয়ে ট্রাইবুনালে তারা আপিল করে। কিন্তু ট্রাইবুনাল তাদের এই আপিল খারিজ করে দেয়। তাই ভ্যাট আইন অনুযায়ী রাজস্ব সংক্রান্ত পাওনা আদায় করতে তাদের ব্যাংক হিসাব জব্দ করার নোটিশ দেয়া হয়েছে", বলছেন ড. মইনুল খান।
এর আগে বকেয়া আদায়ে কোম্পানিটিকে দুবার নোটিশ দেওয়া হয়। নোটিশের অনুলিপি রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে দেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ-কে বিষয়টি পর্যবেক্ষণ করার জন্যও অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে বিলট্রেডের নামে থাকা সব অ্যাকাউন্ট প্রাথমিকভাবে ১৫ দিন ফ্রিজ রাখার অনুরোধ করা হয়েছে। এই সময়ের মধ্যে বকেয়া টাকা পরিশোধ না করলে ভ্যাট আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) লক করাসহ অন্যান্য আইনি পদক্ষেপ নেওয়া হবে।