ভোজ্যতেলের ওপর ভ্যাট কমিয়েছে এনবিআর, দাম কমবে ২০ শতাংশ
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভোজ্যতেলের আমদানি, উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়ে মূল্য সংযোজন কর (ভ্যাট) কমিয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এনবিআর একটি সংবিধিবদ্ধ নিয়ন্ত্রক আদেশ (এসআরও) জারি করে। এ আদেশ অনুসারে, রাজস্ব কর্তৃপক্ষ অপরিশোধিত এবং পরিশোধিত সয়াবিন তেল, পাম তেল এবং অন্যান্য ভোজ্য তেলের উপর ভ্যাট ১৫ শতাংশ কমিয়ে ৫ শতাংশ করেছে। সেখানে আরও বলা হয়েছে, স্থানীয় উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়েও সব ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।
এ বিষয়ে এনবিআর'র সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিমত ব্যক্ত করে বলেন, ভ্যাট কমানোর ফলে ভোক্তা পর্যায়ে ভোজ্যতেলের দাম প্রায় ২০ শতাংশ কমে যাবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুসারে, ১৭ অক্টোবর থেকে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৬৫ থেকে ১৭০ টাকা এবং পাম তেল ১৪৭ থেকে ১৫১ টাকায় বিক্রি হয়েছে।