বেকারি ব্যবসায় আকিজ গ্রুপের ১২০০ কোটি টাকার বিনিয়োগ
১ হাজার ২০০ কোটি টাকা বিনিয়োগে এবার আকিজ বেকার্স লিমিটেড নামের নতুন প্রতিষ্ঠানের মাধ্যমে বেকারি পণ্যের ব্যবসায় নামছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ ইনসাফ গ্রুপ।
আকিজের পরিচালক সেখ জামিল উদ্দিনের উপস্থিতিতে বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আকিজ বেকার্সের প্রিমিয়াম ব্র্যান্ডের বিস্কুট বেকম্যান'সের আনুষ্ঠানিক বাজারজাত শুরু হয়।
আকিজ বেকার্সের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শফিকুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, শুরুতে বিস্কুট ও কুকিজ এলেও ধীরে ধীরে কেক, পাউরুটি, চকলেটসহ নানা ধরনের বেকারি পণ্য নিয়ে আসবে আকিজ বেকার্স।
বেকারি পণ্য উৎপাদনের জন্য টঙ্গীতে নতুন একটি কারখানা স্থাপন করেছে আকিজ।
বিনিয়োগ বাড়ানো এবং ভবিষ্যতে বিদেশে বেকারি পণ্য রপ্তানির পরিকল্পনা রয়েছে গ্রুপটির।
এছাড়া এখন আকিজের সিমেন্ট, সিরামিক, খাদ্যপণ্য, বস্ত্রকল, প্লাস্টিক, পাট, প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, পার্টিকেল বোর্ড, জাহাজে পণ্য পরিবহন, চা বাগান, কৃষিভিত্তিক শিল্পসহ বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে।
বাংলাদেশ অটো-বিস্কুট অ্যান্ড ব্রেড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অনুসারে, দেশের বিস্কুট ও কনফেকশনারি বাজারের আকার প্রায় ৬ হাজার কোটি টাকার।
২৫% অংশ নিয়ে বাজারের শীর্ষ স্থান ধরে রেখেছে অলিম্পিক। নাবিস্কো বিস্কুট এন্ড ব্রেড ফ্যাক্টরি লিমিটেড এবং প্রাণ-আরএফএল গ্রুপ উভয়ই বাজারের ৮% শেয়ার ধরে রেখে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছে।
হক, আল-আমিন এবং ড্যানিশের আছে ৫% অংশ। ২-৩% অংশীদার নিয়ে পরের অবস্থানগুলোতে আছে বঙ্গজ, রোমানিয়া, ডেকো, গ্লোব, ফু-ওয়াং, বনফুল, কিশোয়ান, থাই ফুড, বেঙ্গল, গোল্ড মার্ক, মাশাফি এবং নিউ অলিম্পিয়া।
ইফাদ, কোকোলা, পিনাকল, কাকোলি, শিফা এবং কোহিনূর ইন্ডাস্ট্রিসহ অন্যান্য কোম্পানিও বাজারের উল্লেখযোগ্য অংশ দখল করে নিয়েছে।
বাংলাদেশ অটো-বিস্কুট অ্যান্ড ব্রেড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুর রহমান ভূঁইয়া জানান, বড় ব্র্যান্ডের পাশাপাশি ছোট কোম্পানিগুলোও এই মহামারিকালীন সময়ে তাদের বিনিয়োগ বাড়িয়েছে।