ভ্যাট দিন, পুরস্কার জিতুন
পণ্য বা সেবা নেওয়ার পর সঠিকভাবে মূল্য-সংযোজন কর দেওয়ার জন্য প্রতি মাসে ১০১ জন করদাতাকে পুরস্কার দেবে জাতীয় রাজস্ব বোর্ড।
পণ্য কেনার পর এর মূসক করের রশিদে যে ইনভয়েস নাম্বার থাকবে তা একটি বিশেষ নম্বরে এসএমএস বা খুদেবার্তা পাঠাতে হবে। প্রতিবার পণ্য কেনার পর এসএমএস পাঠানো যাবে। মাস শেষে এমন এসএমএস দাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে। প্রতি মাসেই লটারি জেতার সুযোগ থাকবে।
বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অর্জনকারীর জন্য থাকবে নগদ ১ লক্ষ টাকার পুরস্কার।
রোববার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমতুল মুনীম এর স্বাক্ষর করা এ সংক্রান্ত এক নির্দেশনামা থেজে এ তথ্য জানা যায়।
এই নির্দেশনামা অনুযায়ী, মূলত কর ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতেই এই ব্যবস্থা আনা হচ্ছে। এতে করে মূসক পরিশোধ করতে মানুষ আরও উৎসাহিত হবেন। খুচরা পর্যায়ে ক্রেতাদের কাছ থেকে নেওয়া মূসকের অর্থ যথাযথভাবে রাষ্ট্রীয় কোষাগারে জমা পড়ছে—তা নিশ্চিত করতে চায় এনবিআর। এ জন্য ভোক্তারা যাতে নিজ উদ্যোগেই মূসক চালান বা রসিদ বুঝে নিতে সচেতন হন; সে জন্য এ লটারির আয়োজন করা হচ্ছে।
ঠিকমতো মূসক পরিশোধের জন্য জাতীয় ও জেলা পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকেও পুরষ্কার দিচ্ছে এনবিআর। এবছরও জাতীয় পর্যায়ে ৯টি ও জেলা পর্যায়ে ১৩১টি প্রতিষ্ঠানকে পুরষ্কার দেওয়া হয়েছে।
এর আগে ব্যক্তি পর্যায়ে পুরষ্কার দেওয়ার কোন ব্যবস্থা ছিল না। এবার সেই ব্যবস্থাও করল সংস্থাটি।