মটোরোলা হ্যান্ডসেটে ৩২ শতাংশ পর্যন্ত ছাড় দিলো ডেলিগ্রাম
মটোরোলা কোম্পানির মোবাইল হ্যান্ডসেটের ওপর ৩২ শতাংশ পর্যন্ত ছাড় নিয়ে এসেছে ই-কমার্স সাইট ডেলিগ্রাম।
প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘ডেলিগ্রাম মটোরোলা ফ্ল্যাশ সেল অফার’ ক্যাম্পেইনের আওতায় মটোরোলার গ্রাহকরা মটো ই৪ প্লাস, ই৫, ই৫ প্লাস, জি৭ পাওয়ার ও মটোরোলা ওয়ান মডেলের মোবাইল ফোন কিনলে ৩২ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।
সেখানে বলা হয়, ২৭ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত এ ফ্ল্যাশ সেল অফার চলবে।
অফারটি শুধুমাত্র ডেলিগ্রাম অনলাইন গ্রাহকদের জন্য প্রযোজ্য জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকেরা www.deligram.com ঠিকানায় গিয়ে এ অফার উপভোগ করতে পারবেন।
সেখানে বলা হয়, “বিকাশ’র মাধ্যমে বিল পরিশোধ করলে ছাড়ের উপর আরো ৩০০ টাকা পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন গ্রাহকরা। এছাড়া সিটি এমেক্স ও ইবিএল ক্রেডিট কার্ড গ্রাহকরা ১০ শতাংশ পর্যন্ত ক্যাশ ব্যাক পাবে। পাশাপাশি ডেবিট বা ক্রেডিট কার্ড, অন্যান্য এমএফএস অপারেটর এবং ক্যাশ অন ডেলিভারি প্রক্রিয়ায়ও অর্থ পরিশোধ করা যাবে।”
এ বিষয়ে বিস্তারিত জানতে গ্রাহকরা www.deligram.com সাইটটি ভিজিট অথবা ০১৮৭৯৪৭৪৭৪৭ নম্বরে কল করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।