বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান কত?
প্রতিবছরের মতো এবারও প্রকাশিত হয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকা। তালিকার শীর্ষে অবস্থান করছে সিঙ্গাপুর। তিন ধাপ পিছিয়ে, লিবিয়া ও ফিলিস্তিনের সঙ্গে তালিকার ১০০তম অবস্থানে আছে বাংলাদেশ।
যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচকে এসব তথ্য জানা গেছে। হেনলি পাসপোর্ট সূচকের সর্বশেষ তালিকায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের মুকুট পুনরুদ্ধার করেছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা এখন ১৯৫টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা উপভোগ করতে পারেন।
১০০তম অবস্থানে থাকা বাংলাদেশের পাসপোর্টধারীরা বর্তমানে আগাম ভিসা ছাড়াই বিশ্বের ৪০টি দেশে ভ্রমণ করতে পারেন। আগের তালিকায় ৯৭তম অবস্থানে থাকা বাংলাদেশ থেকে ৪২টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ ছিল।
সিঙ্গাপুরের পর দ্বিতীয় স্থানে রয়েছে জাপান। দেশটির নাগরিকরা বিশ্বের ১৯৩টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন। তৃতীয় স্থানে থাকা ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, ফিনল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার পাসপোর্টধারীরা ১৯২টি দেশে ভিসা-ফ্রি ভ্রমণের সুবিধা উপভোগ করেন।
চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, সুইডেন এবং নরওয়ে। এসব দেশের নাগরিকরা ১৯১টি দেশে ভিসামুক্ত ভ্রমণ করতে পারেন।
পঞ্চম স্থানে রয়েছে যুক্তরাজ্য, বেলজিয়াম, নিউজিল্যান্ড, পর্তুগাল এবং সুইজারল্যান্ড। তাদের ভিসামুক্ত ভ্রমণের সুযোগ রয়েছে ১৯০টি দেশে।
তালিকার একেবারে তলানিতে রয়েছে আফগানিস্তান। দেশটির নাগরিকরা মাত্র ২৬টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। এর ঠিক ওপরে রয়েছে সিরিয়া (২৭টি দেশ) এবং ইরাক (৩১টি দেশ)।
তালিকায় সবচেয়ে বড় অগ্রগতি করেছে সংযুক্ত আরব আমিরাত। ২০১৫ সালে ৩২তম স্থানে থাকা আমিরাত এখন শীর্ষ দশে জায়গা করে নিয়েছে। দেশটির নাগরিকরা বর্তমানে ১৮৫টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পাচ্ছেন।