সকল ই-কমার্স কোম্পানিকে নিবন্ধন করাতে হবে: মন্ত্রিপরিষদ সচিব
সকল ই-কমার্স ব্যবসা প্রতিষ্ঠানে তদাররি করবে সরকার। এজন্য তাদের সকলকে নিবন্ধন করাতে হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে ই-কমার্স নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠক শেষে আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, 'ই-কমার্স তদারকির জন্য দরকারি ব্যবস্থা নেওয়া হয়েছে।'
'সব ই-কমার্স সাইট তো বন্ধ করে দেওয়া যাবে না। এজন্য যারা এ ব্যবসায় জড়িত, তাদের সবাইকে নিবন্ধনের আওতায় এনে তদারক করতে হবে। কীভাবে তা করা হবে সে ব্যাপারে পূর্ণাঙ্গ একটি রূপরেখা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।'
কেবিনেট সচিব আরো জানান, এজন্য কয়েক দিন আগে মন্ত্রিপরিষদের বৈঠকে একটি কমিটি গঠন করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে এ কমিটির প্রধান করা হয়েছে। আগামী ২০ দিনের মধ্যে কমিটিটি প্রতিবেদন জমা দিবে বলে আশা করা হচ্ছে।
বাণিজ্যমন্ত্রী ও সচিব দুজনই বলেছেন, এনিয়ে তাঁরা অনেক দূর এগিয়েছেন।