১৪ মাসে প্রায় ১৮ লাখ নতুন ই-টিআইএন রেজিস্ট্রেশন: রাজস্ব বোর্ড
দেশে এখন কর শনাক্তকরণ নাম্বারধারীর (টিআইএন) সংখ্যা ৬৭ লাখ ৯৩ হাজার। সর্বশেষ ১৪ মাসে এই সংখ্যা প্রায় ১৮ লাখ বেড়েছে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) রাজধানীর কাকরাইলে রাজস্ব ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
টিআইএনধারীরা প্রতি বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার মাধ্যমে সরকারের কাছে আয়ব্যয়ের হিসাব জমা দেন এবং প্রযোজ্য কর পরিশোধ করেন।
সম্মেলনে এনবিআরের পক্ষ থেকে জানানো হয়, সর্বশেষ জুলাই থেকে এ পর্যন্ত নতুন করে ই-টিআইএনধারী বেড়েছে প্রায় ৫ লাখ। এছাড়া, ২০২০-২১ অর্থবছরে টিআইএনধারী বেড়েছে ১৩ লাখ বা ২৬ শতাংশ।
নভেম্বর মাসজুড়ে সারাদেশে ট্যাক্স অফিসে করদাতাদের কর সেবা প্রদানের বিষয়ে বিস্তারিত জানাতে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
দেশব্যাপী ই-টিআইএনধারী বাড়লেও আয়কর রিটার্নধারী সে হারে বাড়ছে না। গত বছর ৫০ লাখের ওপর ইটিআইএনধারীদের মধ্যে ২২ লাখের মতো মানুষ রিটার্ন জমা দেন।
রিটার্ন জমা প্রত্যাশিতহারে না বাড়ার বিষয়টি স্বীকার করেছেন এনবিআর চেয়ারম্যানও।
তবে তিনি বলেন, "এজন্য সাধারণ করদাতাদের মধ্যে ভীতি ছড়ায় এমন বা জোর-জবরদস্তিমূলক কোনো ব্যাবস্থা নিতে চাই না"।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছরের ন্যায় এবারো নভেম্বর মাসে আয়কর মেলার পরিবর্তে ট্যাক্স অফিসগুলোতে করদাতাদের রিটার্ন জমা, ই-টিআইএন নেওয়ার ক্ষেত্রে সহায়তাসহ অন্যান্য সেবা দেওয়া হবে।
এছাড়া কিছু ব্যতিক্রম বাদে করদাতারা অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন। যাদের উৎসে কর কেটে নেওয়া হয় , তাদের জন্যও এ সুবিধা দ্রুত চালু করার চেষ্টা চলছে বলে জানান তিনি।
এর আগে করদাতারা চলতি বছর থেকেই পুরোদমে অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন বলে জানিয়েছিল এনবিআর।
সংবাদ সম্মেলনে এনবিআরের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।