মোটরকার ও ইলেকট্রিক্যাল পণ্য আমদানিতে শতভাগ মার্জিন
দেশের মুদ্রা ও ঋণ ব্যবস্থাপনা অধিকতর সুসংহত রাখার লক্ষ্যে মোটরকার (সেডানকার, এসইউভি, এমপিভি), ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স, স্বর্ণ ও স্বর্ণালঙ্কার, মূল্যবান ধাতু, মুক্তা, তৈরি পোশাক আমদানিতে এলসি-র শতভাগ নগদ মার্জিন সংরক্ষণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার রাতে কেন্দ্রীয় ব্যাংক একটি সার্কুলার ইস্যু করে সকল তফসিলি ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠিয়েছে।
সার্কুলারে বলা হয়, কোভিড -১৯ এর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব এবং বহিঃবিশ্বে সাম্প্রতিক যুদ্ধাবস্থা বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের মুদ্রা ও ঋণ ব্যবস্থাপনা অধিকতর সুসংহত রাখার লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সেডানকারগুলো সেডান গাড়ির মতো দেখতে হলেও এই গাড়িগুলো নিচু ধরনের হয়ে থাকে। স্পোর্টস কারের চাকাগুলোর সঙ্গে গাড়ির শরীর লেগে থাকে। আর পাঁচজনের বেশি যাত্রী বহন করা যায় এবং দেখতে অনেকটা হ্যাচবেক ধরনের গাড়িগুলোকে এমপিভি বা এমইউভি গাড়ি বলে।
আরও কিছু পণ্য আমদানিতে শতভাগ মার্জিনের নির্দেশনা দেয়া হয়েছে সেগুলো হলো- চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, প্রসাধনী, আসবাবপত্র ও সাজসজ্জা সামগ্রী, ফল ও ফুল, নন সিরিয়াল ফুড যেমন অ-শস্য খাদ্যপণ্য, প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য ও পানীয়।
এছাড়া শিশুখাদা, অত্যাবশ্যকীয় খাদ্যপণ্য, জ্বালানি, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক স্বীকৃত জীবন রক্ষাকারী ঔষধ ও চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যবহৃত যন্ত্রপাতি, উৎপাদনমুখী স্থানীয় শিল্প ও রপ্তানিমুখী শিল্পের জন্য সরাসরি আমদানিকৃত মূলধনী যন্ত্রপাতি ও কাঁচামাল, সরকারি অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পে ব্যবহারের জন্য অত্যাবশ্যকীয় পণ্য ব্যতীত অন্যান্য সকল পণ্য আমদানি করতে ন্যূনতম ৭৫ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণ করতে হবে।
এছাড়া ১০০ শতাংশ ও ৭৫ শতাংশ মার্জিন আমদানিকারকের নিজস্ব উৎস হতে গ্রহণ করতে হবে। অর্থাৎ সংশ্লিষ্ট ব্যাংকে আমদানিকারকের অনুকূলে বিদ্যমান কোনো ঋণ হিসাব হতে অথবা নতুন কোনো ঋণ হিসাব তৈরি করে তা দিয়ে মার্জিন রাখা যাবে না।