প্রকল্প বাস্তবায়ন ধীরগতিতে হওয়ায় রাজস্ব কমার আশঙ্কায় এনবিআর
দেশে বৈদেশিক মুদ্রার রিভার্ভ কিছুটা কমে যাওয়াসহ সার্বিক অর্থনৈতিক কারণে সরকারি প্রকল্প বাস্তবায়ন কমে যাওয়ায় তা রাজস্ব আদায়ে নেতিবাচক ভুমিকা ফেলতে পারে বলে আলোচনা চলছে ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ তে (এনবিআর)।
একই সময়ে লার্জ ট্যাক্স পেয়ারদের কাছ থেকেও প্রত্যাশিত ভ্যালু অ্যাডেড ট্যাক্স (ভ্যাট) আদায় হচ্ছে না।
বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনে কাস্টমস ও ভ্যাট বিভাগের মাঠ পর্যায়ের সিনিয়র কর্মকর্তাদের সভায় এসব আলোচনা উঠে এসেছে। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো রহমাতুল মুনীম ওই সভায় সভাপতিত্ব করেন।
সভা সূত্র জানিয়েছে, রাজস্ব আদায় বাড়াতে মাঠ পর্যায়ে তদারকি বাড়াতে নির্দেশ দিয়েছেন চেয়ারম্যান।
সভায় উপস্থিত একজন এনবিআর মেম্বার ও একজন কমিশনার নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'চলতি বছর থেকে কম প্রয়োজনীয় সরকারি প্রকল্প বাস্তবায়ন কমিয়ে দেওয়ায় যথারীতি ব্যয় কমে যাবে। সেখানে সরবরাহকারীদের কাছ থেকে সরকার সোর্স ভ্যাট আদায় করতো। কিন্তু এবার তা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে আলোচনায় এসেছে।'
সূত্র জানায়, সভায় সিগারেট খাতসহ কয়েকটি বড় বড় খাতের ভ্যাটদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে ভ্যাট আদায় কমে যাওয়ার ইস্যুটিও আলোচনায় এসেছে।
প্রত্যাশিত ভ্যাট আদায় বাড়াতে তদারকি বাড়ানোর নির্দেশনা দিয়েছেন এনবিআর চেয়ারম্যান।
চলতি অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা। এর মধ্যে ভ্যাট খাত থেকে আদায় করতে হবে প্রায় ১ লাখ ৩৭ হাজার কোটি টাকা।