নির্ধারিত সময়ে আমদানি বিল পরিশোধে ব্যর্থ ব্যাংকের ফরেক্স ট্রেড লাইসেন্স বাতিল করা হবে
নির্ধারিত সময়ে আমদানি বিল পরিশোধে ব্যর্থ হলে বাণিজ্যিক ব্যাংকগুলির বৈদেশিক মুদ্রা বাণিজ্যের অনুমোদিত ডিলার (এডি) লাইসেন্স বাতিল করা হবে বলে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) দেওয়া এক নোটিশে কেন্দ্রীয় ব্যাংক শিডিউলড সব ব্যাংকের প্রতি বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে অনিয়মকারী কর্মকর্তাদের চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছে।
নোটিশে বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, বেশকিছু ব্যাংক সময়মতো আমদানি দায় মেটানোর বাধ্যবাধকতা মেনে চলছে না। এতে দেশের বৈদেশিক বাণিজ্য ব্যাহত হচ্ছে।
এই পরিপ্রেক্ষিতে ব্যাংকগুলির অনুমোদিত ডিলার শাখাগুলির প্রতি বৈদেশিক ও দেশীয় ব্যবসায়ীদের বিল পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।
যে ব্যাংক এসব নির্দেশনা মেনে চলবে না, তাদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বাংলাদেশ ব্যাংক। ওই ব্যাংকের এডি লাইসেন্সও বাতিল করা হবে।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রপ্তানি অর্থায়নের একটি গাইডলাইন রয়েছে। কিন্তু, একাধিক ব্যাংক সেটি মেনে চলছে না। এতে বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক এজন্য বাণিজ্যিক ব্যাংকগুলিকে নিয়মনীতি মেনে চলার নির্দেশ দিয়েছে।
তবে অনেক ব্যাংকার জানিয়েছেন, চলমান বৈদেশিক মুদ্রা সংকটের কারণেই তারা সময়মতো আমদানি দায় মেটাতে পারছেন না। তাছাড়া, ভূরাজনৈতিক সংকটের প্রভাবে বিশ্ববাজার অস্থিতিশীল থাকায় ব্যাংকগুলি পর্যাপ্ত পরিমাণে রপ্তানি আয়ও পাচ্ছে না।