নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮.৮৫%
পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে টানা তিন মাস ধরে দেশে মূল্যস্ফীতি সামান্য কমেছে এবং নভেম্বরে তা ৮.৮৫% এ দাঁড়িয়েছে।
সোমবার (৫ ডিসেম্বর) সচিবালয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, বিশ্ববাজারে জ্বালানির দাম কিছুটা সহনীয় পর্যায়ে আসা, টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) ভর্তুকি মূল্যে নিত্যপণ্য সরবরাহ এবং শীতকালীন শাকসবজির বাড়তি সরবরাহ খাদ্য সংকট এড়ানোর সহায়ক হয়েছে। তার তারই প্রভাব পড়েছে দামে।
তবে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি ০.৪% বেড়ে গত মাসে ৯.৯৮%-এ দাঁড়িয়েছে; যা অক্টোবরে ছিল ৯.৫৮%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রতিবেদন থেকে এটি জানা যায়।
অক্টোবরে মূল্যস্ফীতির হার ছিল ৮.৯১%; এর আগে সেপ্টেম্বরে এ হার ছিল ৯.১%।
আগস্টে আরেক দফায় জ্বালানির দাম বৃদ্ধির ফলে- মূল্যস্ফীতি এক দশকের মধ্যে সর্বোচ্চ ৯.৫২%-এ পৌঁছে। যদিও এটি গত দুই মাসে ০.৬১% কমেছে।