ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ১২.৯২% ও সামগ্রিক মূল্যস্ফীতি ১০.৮৯%-এ নেমে এসেছে
গেল ডিসেম্বরে দেশে খাদ্য মূল্যস্ফীতি কমে ১২.৯২ শতাংশে নেমে এসেছে- যা নভেম্বরে ছিল ১৩.৮ শতাংশ।
খাদ্যপণ্যের মূল্য কমে যাওয়ায় দেশের সামগ্রিক মূল্যস্ফীতিও ডিসেম্বরে কমে ১০.৮৯ শতাংশে নেমে এসেছে। নভেম্বরে সামগ্রিক মূল্যস্ফীতি ছিল ১১.৩৮ শতাংশ।
এ বিষয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস)-এর সাবেক মহাপরিচালক মুস্তফা কে মুজেরি টিবিএসকে বলেন, "আমি মনে করি, এখানে ঋতুগত একটি প্রভাব রয়েছে। শীতকালে সবজির দাম কিছুটা কমে যাওয়ায় খাদ্য মূল্যস্ফীতিও কমে গেছে।"
গত জুলায়ের পর থেকে অক্টোবরের খাদ্য মূল্যস্ফীতি ছিল সর্বোচ্চ। এ সময় মূলত বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলনের কারণে দেশের সরবরাহ শৃঙ্খলে ব্যাঘাত ঘটে ১৪.১০ শতাংশে পৌঁছায় মূল্যস্ফীতি।
মুস্তফা কে মুজেরি আরও বলেন, "আরেকটি বিষয় হলো, সাম্প্রতিক সময়ে অনেক পণ্যের ওপর ভ্যাট বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন পণ্য ও পরিষেবার উপর ভ্যাট ৭ শতাংশ থেকে বাড়িয়ে ১৬ শতাংশ করা হয়েছে- যা আগামী দিনে বাজারে প্রভাব ফেলবে।"
এদিকে, ডিসেম্বরে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯.২৬ শতাংশে- যা নভেম্বরে ৯.৩৯ শতাংশ ছিল।
বিবিএসের তথ্য অনুসারে, ডিসেম্বরে গ্রামাঞ্চলে মূল্যস্ফীতি ছিল ১১.০৯ শতাংশ- যা নভেম্বরে ১১.৫৩ শতাংশ ছিল।
অন্যদিকে, শহরাঞ্চলে মূল্যস্ফীতি ডিসেম্বরে ছিল ১০.৮৪ শতাংশ, যা নভেম্বরে ছিল ১১.৩৭ শতাংশ।
সামগ্রিক মূল্যস্ফীতির হিসাবে, শহরে খাদ্য মূল্যস্ফীতি কমেছে সবচেয়ে বেশি। নভেম্বরে এটি ১৪.৬৩ শতাংশ থাকলেও ডিসেম্বরে কমে ১৩.৫৬ শতাংশ হয়েছে। অর্থাৎ, এই মূল্যস্ফীতির পরিমাণ ১০৭ বেসিস-পয়েন্ট কমেছে।