৪.৭ বিলিয়ন ডলার আইএমএফ ঋণের প্রথম কিস্তি পেয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অনুমোদনের তিনদিনের মধ্যেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ৪.৭ বিলিয়ন ডলার ঋণ প্যাকেজের প্রথম কিস্তির প্রায় ৪৭৬ মিলিয়ন ডলার পেয়েছে বাংলাদেশ।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করে বলেন, 'আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) আইএমএফ থেকে প্রথম কিস্তির অর্থ পেয়েছে বাংলাদেশ ব্যাংক'।
আইএমএফের প্রথম কিস্তি ছাড় বাংলাদেশের চাপের মধ্যে থাকা বৈদেশিক মুদ্রা রিজার্ভকে শক্তিশালী করেছে। বৃহস্পতিবার নাগাদ রিজার্ভ ৩২.৬৯ বিলিয়ন ডলার বলে জানান তিনি।
ঋণের বাকি অর্থ, সমান ছয়টি কিস্তিতে পাওয়া যাবে। প্রত্যেক কিস্তিতে ৭০৪ মিলিয়ন ডলার করে দেবে আইএমএফ।
আইএমএফ গত ৩১ জানুয়ারি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, এক্সটেন্ডেন্ড ক্রেডিট ফ্যাসিলিটি (ইসিএফ) বা সম্প্রসারিত ঋণ সুবিধার আওতায় তারা ৩.৩ বিলিয়ন ডলার দেবে। রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটির (আরএসএফ) আওতায় আরও ১ দশমিক ৪ বিলিয়ন ডলার অনুমোদন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এশিয়ায় প্রথম দেশ হিসেবে বাংলাদেশ এই আরএসএফ তহবিলের ঋণ পাচ্ছে। স্বল্প ও মধ্য আয়ের যেসব দেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে রয়েছে তাদের জন্য এই তহবিল গঠন করা হয়েছে।