ডিক্লারেশন ছাড়া আগের তুলনায় দ্বিগুণ পরিমাণ রেমিটেন্স পাঠাতে পারবেন প্রবাসীরা
অভ্যন্তরীণ রেমিটেন্স সহজতর করার জন্য ডিক্লারেশন ছাড়া বাংলাদেশি নাগরিকদের জন্য রেমিটেন্স পাঠানোর সীমা ১০ হাজার ডলার থেকে বাড়িয়ে ২০ হাজার ডলার নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (২২ ফেব্রুয়ারি) জারি করা কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার অনুযায়ী, বিদেশে কর্মরত বাংলাদেশি নাগরিকরা এখন থেকে ডিক্লারেশন ছাড়াই ২০ হাজার ডলার বা এর সমতূল্য রেমিটেন্স দেশে পাঠাতে পারবেন।
কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, নতুন এ নীতিটি ফ্রিল্যান্সার, আইটি পরিষেবা প্রদানকারী, বিশেষজ্ঞ, পরামর্শদাতা এবং বিদেশ থেকে অর্থ উপার্জনকারী গবেষকসহ বিভিন্ন পেশার ব্যক্তিদের উপকারে আসবে।
তিনি আরো জানান, বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক এই পদক্ষেপ নিয়েছে।
ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং ট্রেজারি অ্যান্ড ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনের প্রধান মো. শাহীন ইকবাল টিবিএসকে বলেন, "কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতির ফলে ফ্রিল্যান্সাররা এবং যারা সার্ভিস এক্সপোর্টের মাধ্যমে রেমিটেন্স উপার্জন করেন তারা উপকৃত হবেন। আমি মনে করি অভ্যন্তরীণ রেমিটেন্সের উপর এটি একটি ইতিবাচক প্রভাব ফেলবে।"