মার্চে ছয় মাস পর রেমিট্যান্স বেড়ে ২ বিলিয়ন ডলার হয়েছে
দেশের ব্যাংকগুলো মার্কিন ডলারের বিনিময় মূল্য বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশন (বাফেদা) নির্ধারিত দরের চেয়ে উচ্চ হারে দেওয়ায়– মার্চে রেমিট্যান্স প্রবাহ বেড়ে ২ বিলিয়ন ডলার হয়েছে। ছয় মাস পর প্রবাসীদের পাঠানো আয়ে এই বৃদ্ধি এলো।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, মার্চে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ আগের মাসের চেয়ে ২৯.২৯ শতাংশ বেড়েছে। ফেব্রুয়ারিতে এসেছিল ১.৫ বিলিয়ন ডলার।
সংশ্লিষ্টরা জানান, বাফেদা ডলারের দর ১০৭ টাকা নির্ধারণ করে দিলেও, ব্যাংকগুলো সর্বোচ্চ ১১৭ টাকা দর দেওয়ার ফলেই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স আসার পরিমাণ বাড়ে।
বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্সের ক্ষেত্রে ডলারের বিনিময় দর ১০৮ টাকা থেকে কমিয়ে ১০৭ টাকা করার পর- গত বছরের সেপ্টেম্বর থেকেই রেমিট্যান্স প্রবাহ ২ বিলিয়ন ডলারের নিচে নেমে আসে।