এফডিআই আকৃষ্ট করতে বিদেশি বিনিয়োগকারীদের এক বছর একাউন্টে ডলার রাখার সুবিধা
বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) প্রবাহ বাড়াতে বিদেশি বিনিয়োগকারীদের তাদের সংশ্লিষ্ট একাউন্টে বৈদেশিক মুদ্রা এক বছর পর্যন্ত রাখার সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আগে দেশে বৈদেশিক মুদ্রা আসার সঙ্গেসঙ্গেই তা টাকায় রূপান্তর করতে হতো।
আজ বুধবার (২১ জুন) কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়, অনুমোদিত ডিলার ব্যাংকগুলো এখন থেকে কোম্পানি/ উদ্যোগের নামে অস্থায়ী ফরেন কারেন্সি একাউন্ট খুলতে পারবে।
এসব মুদ্রা শুধুমাত্র মূলধনী ব্যয় মেটাতে বা নগদ উত্তোলনের জন্য টাকায় রুপান্তর করা যাবে।
ব্যাংকাররা বলেন, আগে বিদেশি বিনিয়োগকারীরা দেশে বৈদেশিক মুদ্রা পাঠালে তা টাকায় নগদায়ন করে লোকাল কারেন্সি অ্যাকাউন্টে রাখতে হতো। এখন কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্ত তাদের আরও আগ্রহী করে তুলবে।
তারা আরও জানান, বৈদেশিক মুদ্রা (এফসি) একাউন্টে রাখা অর্থ দিয়ে কোম্পানিগুলো তাদের মূলধনী যন্ত্রপাতি আমদানির ব্যয় নির্বাহ করতে পারবে।
খোলার পর থেকে এফসি একাউন্টগুলো পরবর্তী এক বছর পর্যন্ত সচল থাকবে। উল্লেখিত মেয়াদের পর বা হিসাবে থাকা অর্থ নগদায়নের পর তাৎক্ষণিকভাবে এসব একাউন্ট বন্ধ হয়ে যাবে।
কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, ডলার সংকটের কারণে দেশে বিনিয়োগ যেন বাধাগ্রস্ত নাহয় সেজন্য বিদেশি বিনিয়োগকারীদের এ সুযোগ দেয়া হয়েছে। ফলে বিদেশি বিনিয়োগকারীরা আরও আগ্রহী হবেন, এবং একইসঙ্গে আমাদের বিদেশি বিনিয়োগ বাড়বে।