নতুন কৃচ্ছ্রতা নীতি: সরকারি কর্মকর্তাদের নতুন গাড়ি কেনা বন্ধ, নিষেধাজ্ঞা বিদেশ ভ্রমণেও
নতুন কৃচ্ছ্রতা নীতি হিসেবে সরকারি দপ্তরে নতুন যানবাহন কেনা বন্ধ ঘোষণা করেছে সরকার। সেইসাথে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
তবে, তারা বিদেশি অর্থায়নে অন্য দেশে ভ্রমণ করতে পারবেন বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
রোববার (২ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের জারি করা একটি সার্কুলার অনুসারে, ব্যয় হ্রাস এবং বাজেটের চাপ কমানোর লক্ষ্যে নতুন কৃচ্ছ্রতা নীতি এনেছে সরকার।
২০২৩-২৪ অর্থবছরে দেশের সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত সংস্থা, করপোরেশন, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠানের জন্য নতুন নীতি কার্যকর হবে।
সার্কুলারে আরো জানানো হয়েছে, ভূমি অধিগ্রহণ খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয় করা যাবেনা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ২০% থেকে ২৫% সাশ্রয়ের নির্দেশ দিয়েছে সরকার।
বিদ্যুৎ খাতে বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ ৭৫ শতাংশ অর্থ ব্যয় করা যাবে বলে জানানো হয়েছে সার্কুলারে।
এছাড়া গ্যাস ও জ্বালানি খাতে বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ ৮০ শতাংশ অর্থ ব্যয় করা যাবে বলে জানিয়েছে সরকার।
এর আগে সরকারি ব্যয় কমাতে ২০২২-২৩ অর্থবছরের শুরুতেও যানবাহন, বিদেশভ্রমণসহ বেশ কয়েকটি খাতে ব্যয় স্থগিত করা হয়।
অর্থ মন্ত্রণালয় সার্কুলারে আরো জানিয়েছে, বিদেশি কোনো সরকার বা প্রতিষ্ঠান বা উন্নয়ন সহযোগীর আমন্ত্রণে বিদেশি প্রশিক্ষণে সরকারি কর্মকর্তারা বিদেশভ্রমণে যেতে পারবেন। তবে এক্ষেত্রে ভ্রমণের অর্থায়ন করতে হবে আয়োজক প্রতিষ্ঠানকেই।
এছাড়া বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, বিশ্ববিদ্যালয় বা দেশ থেকে দেওয়া স্কলারশিপ, ফেলোশিপের আওতায় বিদেশি অর্থায়নে মাস্টার্স ও পিএইচডি কোর্সে অধ্যয়ন করতে পারবেন সরকারি কর্মকর্তারা।