নভেম্বরে রেমিট্যান্স এসেছে ১.৯৩ বিলিয়ন ডলার, ২১ শতাংশ প্রবৃদ্ধি
নভেম্বরে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ১.৯৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২১ শতাংশ বেশি।
ব্যাংকগুলো প্রাবাসীদের কাছ থেকে বেশি দামে রেমিট্যান্স কেনায় এবং বিদেশে প্রবাসীদের সংখ্যা বাড়তে থাকায় রেমিট্যান্স বাড়ছে বলে মনে করছেন ব্যাংকাররা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুসারে, অক্টোবরে দেশে ১.৯৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল, যা চার মাসের মধ্যে সর্বোচ্চ। ডলারের দাম বাড়ায় এবং সরকার রেমিট্যান্সে প্রণোদনা দেওয়ায় ওই মাসে প্রবাসী আয় বাড়ে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে প্রবাসীরা ৬৪৩ মিলিয়ন ডলার বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। সে হিসাবে সেপ্টেম্বরের চেয়ে অক্টোবরে প্রবাসী আয় বেড়েছে ৪৮.২ শতাংশ। সেপ্টেম্বরে রেমিট্যান্স প্রবাহ ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন ১.৩৩ বিলিয়ন ডলারে পৌঁছেছিল।
এ বছর রেকর্ডসংখ্যক বাংলাদেশির বিদেশে কর্মসংস্থান হয়েছে।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুসারে, এ বছরের ২৯ নভেম্বর পর্যন্ত ১২ লাখের বেশি বাংলাদেশি কর্মী বিদেশে গেছেন। গত বছর এ সংখ্যা ছিল ১১ লাখ ৩৫ হাজার।
প্রসঙ্গত, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম চার মাসে ( জুলাই-অক্টোবর) রেমিট্যান্স এসেছে ৬.৮৮ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৭.১৯ বিলিয়ন ডলার।