হয়রানিমুক্ত ব্যবসার পরিবেশ নিশ্চিত করুন: এনবিআরকে এফবিসিসিআই সভাপতি
হয়রানি ব্যবসা করার সুযোগ করে দিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অভ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম। এছাড়া ব্যবসায়ীরা হয়রানি ছাড়া ট্যাক্স ও ভ্যাট দিতে চান বলেও উল্লেখ করেন তিনি।
রোববার (১০ ডিসেম্বর) আগারগাঁওয়ের রাজস্ব ভবনের মাল্টিপারপাস হলে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এনবিআরের উদ্দেশে এফবিসিসিআই সভাপতি বলেন, 'হয়রানি ছাড়া যাতে ব্যবসা করতে পারি, সে সুযোগটা আমাদেরকে দেন। হয়রানি যদি না করা হয়, তাহলে কথা দিতে পারি, আমরা ট্যাক্স-ভ্যাট সবই দেব।'
তিনি বলেন, 'এক থেকে দুই শতাংশ ব্যবসায়ী হয়তো (ব্যবসার তথ্য) লুকান—কিন্তু যদি কমপ্লায়েন্স ও অটোমেশন পাই, এটা থেকেও বেরিয়ে আসবেন ব্যবসায়ীরা।'
এছাড়া মাঠ পর্যায়ে ট্যাক্স ও ভ্যাট কর্মকর্তাদের কাছে ব্যবসায়ীদের হয়রানির ইস্যু তুলে ধরে মাহবুবুল আলম বলেন, 'ব্যবসায়ীরা ট্যাক্স-ভ্যাট দিতে চান—কিন্তু যখনই সমস্যায় পড়েন, তখন তারা পিছিয়ে আসেন।'
তিনি বলেন, 'ব্যবসায়ীদের খাতাপত্র, মেশিন (কম্পিউটার বা এ-জাতীয় যন্ত্রপাতি) নিয়ে যাতে টানাটানি না করে। ব্যবসায়ীদের হ্যারাসমেন্ট যাতে না করা হয়, এটি এনবিআরের কাছে অনুরোধ জানাই।'
এছাড়া যারা কর দেন, তাদের ওপর বোঝা না বাড়িয়ে রাজস্ব বাড়াতে করের আওতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এফবিসিসিআই সভাপতি। 'উপজেলা পর্যায়ে ব্যবসা রয়েছে, সেখানে নজর দিতে হবে,' বলেন তিনি।
এছাড়া ভ্যাট আদায়ে ইএফডি মেশিনের ক্ষেত্রে খাতভিত্তিক সব দোকানে একইসঙ্গে মেশিন বসানোর দিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান মাহবুবুল আলম।