কিডনি ডায়ালাইসিসের খরচ কমছে
২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে কিডনি ডায়ালাইসিসে ব্যবহৃত দুটি অত্যাবশ্যকীয় উপকরণের আমদানি শুল্ক কমানো হয়েছে। ফলে কিডনি ডায়ালাইসিসের খরচ কমতে যাচ্ছে।
ডায়ালাইসিস ফিল্টার এবং ডায়ালাইসিস সার্কিটের জন্য শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করার প্রস্তাব দেয়া হয়েছে বাজেটে।
২০২৪-২৫ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, "কিডনি রোগীর ডায়ালাইসিসে ব্যবহৃত অতীব প্রয়োজনীয় উপাদান কিডনি ডায়ালাইসিস ফিল্টার ও সার্কিট আমদানির জন্য নতুন এইচ.এস. কোড সৃজন করে আমদানি শুল্ক ১০% হতে হ্রাস করে ১% করা হয়েছে।"
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৩ কোটি ৮০ লাখ মানুষ কোনো না কোনো কিডনি রোগে ভুগছে।
এর আগে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সাথে কথা বলার সময় বাংলাদেশের কিডনি ফাউন্ডেশনের সভাপতি হারুন অর রশিদ বলেছিলেন, সরকার যদি ডায়ালাইসিস ফিল্টার এবং ডায়ালাইসিস সার্কিট আমদানিতে শুল্ক কমিয়ে দেয় তবে এটি কিডনি রোগীদের জন্য সুখবর হবে।
তিনি উল্লেখ করেন, প্রতিদিন প্রায় ১৮ হাজার রোগীর ডায়ালাইসিসের প্রয়োজন হয় এবং কিডনি ফাউন্ডেশন প্রতিদিন প্রায় ১ হাজার রোগীকে এই পরিষেবা প্রদান করে।
এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ল্যাবএইড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এ এম শামীম পরামর্শ দিয়েছেন, সরকারের উচিত চিকিৎসা সরঞ্জামের ওপর ভ্যাট ও কর কমানো।