চকলেটপ্রেমীদের জন্য সুখবর: শুল্ক কমছে, চকলেটের দাম কমবে
আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে চকলেটের ওপর সম্পূরক শুল্ক কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে কমতে পারে চকলেটের দাম।
বৃহস্পতিবার (৬ জুন) নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করার সময় এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
অর্থমন্ত্রী বলেন, চকলেট-জাতীয় পণ্যকে ফুড সাপ্লিমেন্ট ঘোষণায় আমদানির মাধ্যমে শুল্ক ফাঁকির প্রবণতা দেখা যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের মিথ্যা ঘোষণার প্রবণতা রোধ করতে চকলেটের বিপরীতে আরোপ করা ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক কমিয়ে ২০ শতাংশ করা যেতে পারে।
এর ফলে চকলেটের ওপর বিদ্যমান করভার ১২৭.৭২ শতাংশ থেকে কমে ৮৯.৩২ শতাংশ হবে বলে জানান অর্থমন্ত্রী।
জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই বাজেট প্রস্তাব উপস্থাপন করা হয়। এর আগে মন্ত্রিসভায় অনুমোদন হয় এবং পরে ওই প্রস্তাবে সই করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।