গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজে ব্যাংকাররা এখন থেকে বিদেশ ভ্রমণ করতে পারবেন
এখন থেকে ব্যাংক কর্মকর্তারা বিদেশি ব্যাংকের সঙ্গে ব্যবসায়িক সভা এবং দাপ্তরিক কাজের জন্য গুরুত্বপূর্ণ সভায় অংশ নিতে বিদেশ ভ্রমণ করতে পারবেন।
আজ মঙ্গলবার (১১ জুন) ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ সংক্রান্ত নীতিমালা কিছুটা শিথিল করে একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
তবে এতে বলা হয়েছে, এ ধরনের ভ্রমণের জন্য কর্মকর্তাদের অবশ্যই তাদের ব্যাংকের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।
এর আগে, ২০২২ সালের মে মাসে কেন্দ্রীয় ব্যাংক ডলার খরচ কমাতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণসহ প্রশিক্ষণ, সভা, সেমিনার, ওয়ার্কশপ, স্টাডি ট্যুরে অংশগ্রহণের জন্য বাংলাদেশের বাইরে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে।
তবে পরদিন বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হয়। সে সময় ব্যাংক কর্মকর্তাদের বিশেষ প্রয়োজনে 'নিজ খরচে' বিদেশ ভ্রমণের অনুমতি দেওয়া হয়।
ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ সংক্রান্ত নতুন সার্কুলারে বলা হয়েছে-
ব্যাংকের খরচে প্রশিক্ষণ, সেমিনার, ওয়ার্কশপ, স্টাডি ট্যুরে অংশগ্রহণের জন্য ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ বন্ধ থাকবে। তবে, ব্যাংকের বিদেশ ভ্রমণ সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী স্বীয় ব্যাংকের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে কর্মকর্তা-কর্মচারীরা ৫ কারণে বিদেশ ভ্রমণ করতে পারবেন।
১. নিজস্ব অর্থায়নে বিশেষ প্রয়োজনে ব্যক্তিগত উদ্দেশ্যে, পবিত্র হজ পালন ও বিশেষজ্ঞ চিকিৎসকের সুপারিশে জরুরি চিকিৎসা নিতে বিদেশ যেতে পারবেন।
২. ব্যাংকে কর্মরত বিদেশি নাগরিকরা নিজ দেশে যেতে পারবেন।
৩. বিদেশি ব্যাংকের বাংলাদেশ শাখায় কর্মরত কর্মকর্তারা বিদেশে তাদের প্রধান কার্যালয়ে যেতে পারবেন।
৪. বিদেশি প্রতিষঙ্গী ব্যাংকের সঙ্গে ব্যবসায়িক সভায় অংশগ্রহণসহ দাপ্তরিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এমন সভায় অংশ নিতে ব্যাংকাররা বিদেশ যেতে পারবে।
৫. বিদেশি আয়োজক সংস্থার সম্পূর্ণ অর্থায়নে পরিচালিত প্রশিক্ষণ, সেমিনার, ওয়ার্কশপ, স্টাডি ট্যুরে অংশগ্রহণ করতে বিদেশ যেতে পারবেন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।
এ ছাড়া, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার বিদেশ ভ্রমণ বিষয়ে প্রযোজ্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে নির্দেশনায় বলা হয়েছে।
রিজার্ভের ওপর চাপ কমাতে ও ডলার সংকট মোকাবিলায় বিলাসবহুল পণ্য আমদানি নিরুৎসাহিত করছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এ প্রচেষ্টার অংশ হিসেবে সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।