জুনে মূল্যস্ফীতি সামান্য কমে ৯.৭২ শতাংশ
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সোমবার প্রকাশিত তথ্য অনুযায়ী, সার্বিক মূল্যস্ফীতির হার জুনে সামান্য কমে ৯.৭২ শতাংশে নেমে এসেছে।
খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে মে মাসে সার্বিক মূল্যস্ফীতি সাত মাসে সর্বোচ্চ ৯.৮৯ শতাংশে পৌঁছেছিল।
আজ (৭ জুলাই) প্রকাশিত বিবিএসের সর্বশেষ তথ্য অনুসারে, জুন মাসে সার্বিক মূল্যস্ফীতি, খাদ্য মূল্যস্ফীতি ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিসহ সব সূচকেই পরিস্থিতি তুলনামূলক ভালো ছিল।
জুনে খাদ্য মূল্যস্ফীতি মে মাসের ১০.৭৬ শতাংশ থেকে কমে ১০.৪২ শতাংশে নেমে এসেছে।
এছাড়া জুনে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি রেকর্ড করা হয়েছে ৯.১৫ শতাংশ, যা মে মাসের ৯.১৯ শতাংশের চেয়ে সামান্য কম।
গত বছরের জুনে দেশে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৭৪ শতাংশ।