ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার, বেড়েছে বিনিয়োগকারীদের অংশগ্রহণ
চলমান কারফিউর কারণে একদিনের বড় পতনের পর আজ ঘুরে দাঁড়িয়েছে দেশের শেয়ারবাজার। পাশাপাশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়ে যাওয়ায় লেনদেনও বেড়েছে।
বৃহষ্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৬২ পয়েন্ট বেড়ে হয়েছে ৫,৪১৩। পাশাপাশি লেনদেন ২১৩ শতাংশ বেড়ে ৪৯৭ কোটি টাকায় দাঁড়িয়েছে।
টানা তিনদিন সাধারণ ছুটিতে বন্ধ থাকার পর বুধবার শেয়ারবাজারে লেনদেন চালু হলে ওই দিনই ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ৯৫ পয়েন্ট পড়েছিল। আর লেনদেন চলতি বছরের সর্বনিম্ন পর্যায়ে ছিল।