বিদেশি ও পরিবার কেন্দ্রিক কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনার আহ্বান অর্থ উপদেষ্টার
শুধু রাষ্ট্রত্ব নয় বিদেশি ও পারিবারিকভাবে পরিচালিত বড় কর্পোরেট প্রতিষ্ঠানকেও পুঁজিবাজারে আসতে উৎসাহ দেওয়ার কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ।
আজ মঙ্গলবার রাজধানীর নিকুঞ্জে দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসই কার্যালয়ে পুঁজিবাজারের বিভিন্ন অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, "বাজারে ভালো কোম্পানির সংখ্যা না বাড়ালে কীভাবে বেইজ বড় হবে। বিনিয়োগকারীরা কোথায় বিনিয়োগ করবেন।"
তিনি বলেন, "দেশীয়, সরকারি ও বিদেশি প্রতিষ্ঠানকে তালিকায় আনতে উদ্যোগ তো আছে।"
বাজারে আস্থা ফিরিয়ে আনতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে মন্তব্য করে সাংবাদিকদের সালেহ উদ্দিন বলেন, "এখন শুধু সংস্কার হচ্ছে। আমরা নতুন কোনো নীতিমালা করছি না। কাউকে সুবিধা দিতে, কিছু শেয়ার দর বাড়িয়ে দিতে আগে যেভাবে পলিসি হয়েছে, তা করা হবে না।"
তিনি বলেন, "ইতোমধ্যে অনেক মেজারস(পদক্ষেপ) নেওয়া হয়েছে। তারল্যসহ নানা ধরনের সাপোর্ট দেওয়া হচ্ছে। ব্রোকারের হাউজ, দুই স্টক এক্সচেঞ্জ ও বাজার সংশ্লিষ্টদের নিয়ে বসলাম। তাদের সুবিধা-অসুবিধা নিয়ে কথা বলেছি। আমরা কনফিডেন্ট যে, বাজার ভালো হবে।"
এর আগে অনুষ্ঠিত সভায় অর্থউপদেষ্টা বাংলাদেশে ব্যবসা করা বিদেশি কোম্পানিকে তালিকাভুক্তিতে উৎসাহের পাশাপাশি প্রণোদনা দেওয়া প্রয়োজন বলে মনে করেন।
সভায় অংশ নেওয়া রাষ্ট্রায়ত্ত ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, আইসিবি চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ বলেন, "আমরা ফিসক্যাল ইনসেনটিভ অর্থাৎ বাজেটে শুল্কসহ বিভিন্ন ছাড় দেওয়ার কথা বলেছি। তাদের(বিদেশি প্রতিষ্ঠান) সুবিধা না দিলে তো আসবে না। তিনি(উপদেষ্টা) ফিল করেছেন, ইনসেনটিভ দিতে হবে।"
তিনি বলেন, "আমরা প্রত্যাশা করছি আগামী বাজেটে এরকম কিছু থাকবে। বর্তমান উপদেষ্টা তো এর আগে বৈঠক করে মূলধনি আয়ের উপর করছাড় দিয়েছেন। এরকম কিছু ইনসেনটিভ লাগবে দীর্ঘ মেয়াদে বাজারের উন্নয়নে।"
সভায় বিদেশি প্রতিষ্ঠান ও বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে বাজারে আনতে সরকার, এনবিআর ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে শুল্ক ও নীতি ছাড় দেওয়ার বিষয়ে অর্থ উপদেষ্টাকে পরামর্শ দিয়েছেন প্রতিনিধিরা।
পুঁজিবাজারে তারল্য প্রবাহ বাড়ানো ও খেলাপি ঋণ কমাতে ব্যাংক থেকে দীর্ঘ মেয়াদি অর্থায়ন নির্ভরতা কমিয়ে আনতে হবে মন্তব্য করে অর্থউপদেষ্টা বলেন, ''পৃথিবীর সব দেশে লং টার্ম ইনভেস্টমেন্ট পুঁজিবাজার থেকে হয়, ব্যাংক থেকে না। ব্যবসায়ীরা শুধু ব্যাংক থেকেই পুরো টাকা নিবেন, তা হয় না। নিজেদের অন্তত ২০ থেকে ৩০ শতাংশ থাকা উচিত। পুরোটা ডেট বেইজ(ঋণ নির্ভর) হলে কেমনে হয়।'
পুঁজিবাজার সংস্কারের গঠিত টাস্কফোর্স কাজ করছে। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ও ডিএসইতে এখনো কারসাজির সঙ্গে জড়িতরা আছে, তাদের রেখে আস্থা ফেরানো কীভাবে সম্ভব প্রশ্নে সালেহ উদ্দিন বলেন, "দু-এক জনের জন্য সংস্কারে প্রভাব পড়বে না। নীতিমালা বাস্তবায়নে যদি কেউ বাধা দেয়, তাদের ব্যাপারে সিদ্ধান্ত হবে।"