নজরুল ইসলাম মজুমদারকে সরিয়ে এক্সিম ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করল কেন্দ্রীয় ব্যাংক
এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৯ আগস্ট) নতুন করে পাঁচ সদস্য বিশিষ্ট বোর্ড গঠন করে দেয় কেন্দ্রীয় ব্যাংক।
নতুন এ বোর্ড থেকে দীর্ঘদিনের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী নাছরিন ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে।
পাঁচ সদস্যের নতুন পরিচালনা পর্ষদে আছেন উদ্যোক্তা পরিচালক মো. নজরুল ইসলাম স্বপন, মো. নূরুল আমিন ও অঞ্জন কুমার সাহা।
আর স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এস এম রেজাউল করিম এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট খন্দকার মামুনকে।
নজরুল ইসলাম মজুমদার বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এক্সিম ব্যাংক, ও ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর চেয়ারম্যান ছিলেন।