দ্বিতীয় প্রান্তিকে ম্যারিকো বাংলাদেশের মুনাফা বেড়েছে ২৫%, ৪৫০% অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা
রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে দেশের ব্যবসাগুলো চ্যালেঞ্জের সম্মুখীন হলেও ভারতভিত্তিক ম্যারিকো বাংলাদেশের মুনাফা এই সময়ে ২৫ শতাংশ বেড়েছে।
পাশাপাশি প্যারাশুট ব্র্যান্ডের নারিকেল তেল বিক্রেতা শেয়ারহোল্ডারদের জন্য ৪৫০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
জুলাই থেকে সেপ্টেম্বর মেয়াদে, যা কোম্পানির আর্থিক বছর এপ্রিলে শুরু হওয়ার দ্বিতীয় প্রান্তিকে ম্যারিকোর মুনাফা দাঁড়িয়েছে ১৪৬ কোটি ৫৪ লাখ টাকা, যা আগের বছরের একই প্রান্তিকে ছিল ১১৬ কোটি ৮৯ লাখ টাকা।
এদিকে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির মোট ৪০৪ কোটি টাকা ৮১ লাখ টাকার পণ্য বিক্রি করেছে, যা এর আগের বছরের একই সময়ের তুলনায় ৮ শতাংশ বেশি।
কোম্পানির পর্ষদ অন্তর্বর্তী লভ্যাংশের জন্য শেয়ারহোল্ডারদের যোগ্যতা নির্ধারণের রেকর্ড তারিখ হিসেবে ১৮ নভেম্বর নির্ধারণ করেছে।
এর আগে, ম্যারিকো বাংলাদেশ চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ১,০০০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ বিতরণ করেছিল।
বেড় ডিভিডেন্ড ও মুনাফায় প্রবৃদ্ধির মতো খবর থাকা সত্ত্বেও কোম্পানিটির শেয়ার দর রবিবার ০.২৯ শতাংশ কমে ২,২০০ টাকায় লেনদেন হয়েছে।