চতুর্থ প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে হয়েছে ৩.৯১ শতাংশ
বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি)-র প্রবৃদ্ধি ২০২৩-২৪ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে কমেছে। স্থির মূল্য ধরে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে এ প্রান্তিকে প্রবৃদ্ধি হয়েছে ৩.৯১ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে যা ছিল ৬.৮৮ শতাংশ।
আজ সোমবার (২৮ অক্টোবর) জিডিপির প্রান্তিক প্রবৃদ্ধির এসব তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
২০২২-২৩ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ৬.২৫, ৭.০৫ ও ৩.০২ শতাংশ; যা ২০২৩-২৪ অর্থবছরে দাঁড়িয়েছে যথাক্রমে ৬.০৪, ৪.৭৮ ও ৫.৪২ শতাংশ।
২০২৩-২৪ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে কৃষিখাতের প্রবৃদ্ধি হয়েছে ৫.২৭ শতাংশ, এবং শিল্পখাতের প্রবৃদ্ধি হয়েছে ৩.৯৮ শতাংশ। আগের ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে কৃষিখাতে প্রবৃদ্ধি হয়েছিল ৬.৫৫ শতাংশ, এবং শিল্পখাতে হয়েছিল ১০.১৬ শতাংশ।
এছাড়া গেল অর্থবছরের শেষ প্রান্তিকে সেবা খাতের প্রবৃদ্ধি হয়েছে ৩.৬৭ শতাংশ, যা ২০২২-২৩ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে ছিল ৪.৮২ শতাংশ।