আমদানি কম হলেও স্বর্ণে ভরপুর জুয়েলারি: এনবিআর চেয়ারম্যান
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, দেশে আমদানির তথ্যে স্বর্ণের পরিমাণ কম হলেও জুয়েলারিগুলো স্বর্ণে ভরপুর।
সোমবার (১১ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে দৈনিক বণিক বার্তা আয়োজিত তৃতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-এ তিনি এ কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, 'খুব সামান্য আমদানি হয়। অথচ জুয়েলারিতে স্বর্ণে ভরপুর। টন টন সোনা রয়েছে। এ নিয়ে প্রশ্ন করলেও এর উত্তর আমাদের কাছে নেই।'
আবদুর রহমান খান আরও বলেন, 'পলিসি তৈরিতে এনবিআর জাতীয় স্বার্থকে প্রাধান্য দেয়। এ কারণে গত তিন মাসে নিত্যপণ্যের কর ও শুল্কে অনেক ছাড় দেওয়া হয়েছে। কোনো পলিসির কারণে এনবিআরের স্বার্থ (রাজস্ব সংগ্রহ) ক্ষুণ্ণ হলেও রাষ্ট্রীয় স্বার্থকেই প্রাধান্য দেই আমরা। তবে দেশের মানুষের মাঝে এখনও মিথ্যা হলফনামা তৈরির প্রবণতা রয়েছে, এটা দূর করতে হবে। এটা অর্থনীতির জন্য ক্ষতিকর।'
তিনি বলেন, 'জমি কেনাবেচার ক্ষেত্রে মিথ্যা হলফনামা দিতে হয়। সত্যিকার লেনদেনের রেকর্ড আসে না। এটা জাতীয় লজ্জা। আমরা চাই সত্যিকার লেনদেনের ফিগারই রেকর্ড থাকুক, রেকর্ড হোক। বৈষম্যমূলক সব আইনের সংস্কার করব। খাতির করে কর অব্যাহতি পাওয়া আমরা চাই না।'