খাদ্য, প্লাস্টিক, স্বাস্থ্যসেবা ব্যবসায় এসিআই এর লোকসান ১৫৫ কোটি টাকা
জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে খাদ্য, প্লাস্টিক ও স্বাস্থ্যসেবা ব্যবসায় এসিআই লিমিটেড মোট ১৫৫ কোটি টাকা লোকসান করেছে।
সংস্থাটি অবশ্য তার ওষুধ, পশু স্বাস্থ্য, কনজিউমার ব্র্যান্ড, ক্রপ কেয়ার ও জনস্বাস্থ্য, অটোমোবাইল, ময়দা, লবণ এবং প্যাকেজিং বিভাগ থেকে ১৩০ কোটি টাকা মুনাফা অর্জন করেছে।
কর পরিশোধের পূর্বে কোম্পানিটি এই লাভ-লোকসানের পরিমাণ হিসাব করেছে।
এই ত্রৈমাসিকে গ্রুপটির সকল সেক্টরের ব্যবসার লাভ-ক্ষতি হিসাব করে সমন্বিত লোকসান হয়েছে ৪২.৩৫ কোটি টাকা এবং শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে ৫.৫৪ টাকা।
এই ব্যবসাগুলো অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) লিমিটেডের ১২টি সাবসিডিয়ারির অধীনে পরিচালিত হচ্ছে।
জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে, গ্রুপের মোট আয় দাঁড়িয়েছে ২,৯৭১ কোটি টাকা, যা আগের বছরের একই ত্রৈমাসিকে ৩,০৪০ কোটি টাকা থেকে সামান্য কম, অর্থাৎ ২.২৯ শতাংশ কমেছে।
রেভেনিউ কমে যাওয়ার কারণ হিসেবে কোম্পানিটি জানায়, দেশব্যাপী অস্থিতিশীলতা, পণ্য সরবরাহে বাধা, বিদ্যুৎ ও জ্বালানি ঘাটতি এবং অন্যান্য সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জের জন্য ব্যবসা কমেছে।
ব্যয় নিয়ন্ত্রণের উদ্যোগের কারণে পরিচালন মুনাফায় উন্নতি হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। যাইহোক, উচ্চ সুদের হার সত্ত্বেও ব্যবসা বৃদ্ধির জন্য অতিরিক্ত ঋণ নেয়ায় ফাইন্যান্স খরচ বেড়েছে।
সেক্টর ভিত্তিক ব্যবসা
এসিআই লিমিটেডের চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির বিভিন্ন ব্যবসায়িক খাতে মিশ্র আর্থিক কর্মক্ষমতা প্রদর্শন করেছে।
মোটর ব্যবসা থেকে কোম্পানিটি সর্বোচ্চ রাজস্ব আয় করেছে। এই সময় মোট ব্যবসা থেকে কোম্পানিটির আয় হয়েছে ৭৫৭ কোটি টাকা এবং মুনাফা করেছে ৪৫ কোটি টাকা। যদিও মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ১৫ শতাংশ কমেছে।
ফার্মাসিউটিক্যালস সেগমেন্টে ৪০৪ কোটি টাকা আয় হয়েছে, যা আগের বছরের একই প্রান্তিকে ৪২৫ কোটি টাকার তুলনায় ৫ শতাংশ হ্রাস পেয়েছে। এই সেগমেন্টে কর-পূর্ব মুনাফাও কিছুটা কমেছে, যা আগের বছরের ৪০.৮৮ কোটি টাকা থেকে কমে ৩৮.৮৫ কোটি টাকায় পৌঁছেছে।
স্বপ্ন থেকে এসিআই এর ১৩ শতাংশ আয় বৃদ্ধি পেয়েছে। তিন মাসে স্বপ্ন থেকে আয় হয়েছে ৫৬৮ কোটি টাকা। আয় বৃদ্ধি সত্ত্বেও তিন মাসে স্বপ্ন ৬০ কোটি টাকা লোকসান গুনেছে।
স্বাস্থ্যসেবা বিভাগটি ছিল কোম্পানিটির সবচেয়ে বড় লোকসানের ব্যবসা। এই ব্যবসা থেকে এসিআই সেপ্টেম্বর প্রান্তিকে ৭৮.৫৩ কোটি টাকা লোকসান গুনেছে।