জুলাই-সেপ্টেম্বরে বাটার লোকসান প্রায় ১৩ কোটি টাকা
চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বাটা সু কোম্পানি লিমিটেডের (বাংলাদেশ) প্রায় ১৩ কোটি টাকা লোকসান হয়েছে। স্টক এক্সচেঞ্জে প্রকাশিত কোম্পানির বিবৃতি অনুসারে, বাটার শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯ দশমিক ৩৪ টাকা।
লোকসানের কারণ হিসেবে বাটা জানায়, এ সময় দেশে আন্দোলনকে কেন্দ্র করে বেশকিছু কার্যদিবস নষ্ট হয়েছে, যার ফলে কোম্পানির বিক্রি কমেছে। এই তিন মাসে কোম্পানির জুতা বিক্রি ১৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫৩ কোটি টাকায়।
এদিকে, চলতি বছরের প্রথম নয় মাসে কোম্পানির শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ১৭ দশমিক ৮১ টাকা, যা একই সময়ে আগের বছরের তুলনায় ৪২ শতাংশ কম।
তবে তৃতীয় প্রান্তিকে লোকসান করলেও ৩৪০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাটা। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।
আজ (৩১ অক্টোবর) ডিএসইতে সকাল ১১টা পর্যন্ত বাটার শেয়ার লেনদেন হয়েছে ৯৩০ দশমিক ২০ টাকায়, যা ঢাকা স্টক এক্সচেঞ্জে আগের সেশনের তুলনায় ১ দশমিক ৮৫ শতাংশ কম।