শেখ মুজিবের স্মৃতি রক্ষার্থে দানের ওপর কর ছাড়ের সুবিধা বাতিল করছে এনবিআর
আওয়ামী লীগ সরকারের সময়ে দেওয়া 'জাতির পিতার স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে অনুদানে' কর রেয়াত বা ছাড়ের সুবিধা বাতিল করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের দুইজন কর্মকর্তা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তারা বলেছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার আলোকে এ বিষয়ে আদেশ জারির লক্ষ্যে কাজ চলছে।
২০২৩ সালের আয়কর আইন অনুযায়ী, মোট ২০টি খাতে বিনিয়োগ ও দান করলে একজন করদাতা আয়কর রেয়াত পান। এরমধ্যে 'জাতির পিতার স্মরণে প্রতিষ্ঠিত কোনো জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে কোনো করদাতা কর্তৃক অনুদান হিসেবে প্রদত্ত যেকোনো পরিমাণের অর্থ'- এর কথা উল্লেখ আছে।
এনবিআর সূত্রে জানা গেছে, এই সুবিধাটি ২০২০ সালের আগে তৎকালীন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়ার সময়ে দেওয়া হয়। এনবিআরের একজন সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "এ ধরনের সুবিধা রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া হয়।"
ওই সময় এনবিআর চেয়ারম্যান এই সুবিধায় পাঁচ বছর সময়সীমা বেঁধে দিতে চাইলে এনবিআরের তৎকালীন কিছু সিনিয়র কর্মকর্তাদের একটি অংশ বরং তার বিরুদ্ধে প্রচারণা শুরু করেন। পরে আর সময়সীমাও বেঁধে দেওয়া হয়নি বলে জানায় এনবিআর সূত্র।
এনবিআরের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আবদুল মজিদ টিবিএসকে বলেন, "এ ধরনের দাতব্য বা ট্রাস্টের নামে দান-অনুদানের মাধ্যমে ট্যাক্স রিবেট সুবিধার অপব্যবহারও হয়ে থাকে।"