শেয়ার কারসাজির দায়ে আবুল খায়ের, পরিবারের সদস্যদের ১৩৪ কোটি টাকা জরিমানা
শেয়ারবাজারে কারসাজির দায়ে বিতর্কিত বিনিয়োগকারী আবুল খায়ের ওরফে হিরু এবং তার পরিবারের সদস্যদের ১৩৪ কোটি টাকার বেশি জরিমানা করেছে বিএসইসি।
কারসাজির শিকার হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ফরচুন শুজ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, এনআরবি কমার্শিয়াল ব্যাংক এবং সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ জরিমানা আরোপ করে।
আবুল খায়েরের পরিবারের মধ্যে তার বাবা, স্ত্রী এবং আরও কয়েকজন আত্মীয় রয়েছেন। এছাড়া তাদের মালিকানাধীন প্রতিষ্ঠান ডিআইটি কোঅপারেটিভ লিমিটেডকেও জরিমানা করা হয়েছে।
বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ফরচুন শুজ-এর শেয়ার কারসাজির জন্য তাদেরকে সর্বোচ্চ ৭৭ কোটি ২১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের জন্য ৫০ কোটি ৮৪ লাখ টাকা, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের জন্য ছয় কোটি ৮৪ লাখ টাকা এবং সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলসের জন্য ৭৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এর আগে শেয়ারবাজারে কারসাজির দায়ে আবুল খায়ের, তার পরিবার এবং সহযোগীদের একাধিকবার জরিমানা করা হয়েছিল।