অভ্যুত্থানে আহতদের বিদেশে চিকিৎসায় বৈদেশিক মুদ্রা খরচের সীমা শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক
বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের বিদেশে চিকিৎসার জন্য বৈদেশিক মুদ্রার সীমা শিথিল করার ঘোষণা দিয়েছে।
এর আগে কেউ বিদেশে চিকিৎসার জন্য সর্বোচ্চ ১০ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নিতে পারতেন।
তবে অভ্যুত্থানে আহতদের চিকিৎসারর জন্য সে সীমা তুলে দিলো কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশ অনুযায়ী, বাণিজ্যিক ব্যাংকের অনুমোদিত ডিলাররা (এডি) এখন নিজস্ব বিবেচনায় বিদেশে চিকিৎসার জন্য বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবেন।
এছাড়া, আহত ব্যক্তিরা আন্তর্জাতিক কার্ড চ্যানেল ব্যবহার করেও প্রয়োজনীয় মুদ্রা উত্তোলন করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ সিদ্ধান্তের লক্ষ্য হচ্ছে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার সময় আহত ব্যক্তিদের চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং তাদের সেবা পাওয়ার পথ সহজতর করা।