প্রধান উপদেষ্টা এসে দাবি না মানলে সব হত্যামামলা প্রত্যাহারের ঘোষণা জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবারের
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/06/475265011_1676184159942164_5915999625613379793_n.jpg)
যদি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শাহবাগে এসে দাবি মেনে না নেয় তাহলে সব হত্যামামলা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবার।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার পর জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন। সেখানে এ মন্তব্য জুলাই অভ্যুত্থানে নিহত আলভীর বাব আবুল হাসান।
তিনি বলেন, "ট্রাইব্যুনালে বিচারের নামে প্রহসন চলছে। আমাদের দাবি হত্যায় জড়িতদের বিচার, শহীদদের স্বীকৃতি। ড. প্রফেসর ইউনুস যদি এখানে এসে আমাদের দাবি মেনে নেওয়ার ঘোষণা না দেয় তবে আমরা শহীদ পরিবার সকল হত্যা মামলা প্রত্যাহার করবো।"
৫ আগস্ট জুলাই অভ্যুত্থানে নিহত মেহেরাজের বাবা আব্দুর রব বলেন, "তারা রাস্তায় থাকতে বাধ্য হয়েছেন। জুলাই আন্দোলন হয়েছে প্রায় ছয় মাস, তবে অধিকাংশ খুনিরা এখনো গ্রেপ্তার হয়নি এবং তাদের মা আমাদের ভারতের থেকে হুমকি দিয়েছে।"
তিনি আরও বলেন, "অন্তবর্তীকালীন সরকার আমাদের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। কিন্তু তারা ন্যায়বিচার নিশ্চিত করতে আগ্রহী নয়। আমরা ন্যায়বিচার চাই এবং আমার ছেলের আত্মত্যাগের স্বীকৃতি চাই।"
শাহবাগ জোনের ট্র্যাফিক সহকারী কমিশনার শাকিল জানিয়েছেন, অবরোধের কারণে যান চলাচল বন্ধ রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, অবরোধের কারণে শাহবাগ এলাকায় যানচলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
মুগদা থেকে শাশুড়িকে ডাক্তার দেখাতে ধানমন্ডি যাচ্ছিলেন সুলতানা বেগম। তিনি বলেন, "দুইটার সময় ডাক্তার সময় দিয়েছেন। কিন্তু এদের আন্দোলনের কারণে পুরো এলাকায় যান চলাচল বন্ধ। বাধ্য হয়ে অসুস্থ শাশুড়িকে নিয়ে পায়ে হাঁটা শুরু করেছি।"