ছাড়-উপহারে জমজমাট স্মার্টফোন ও ট্যাব মেলা
ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে জমে উঠেছে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত তিন দিনের স্মার্টফোন ও ট্যাব মেলা।
বিভিন্ন ব্র্যান্ডের মোবাইলে দামভেদে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড় ও নানা উপহারে ক্রেতাদের টানছে মোবাইল কোম্পানিগুলো। ফোন কিনলে ব্যাংকের ক্রেডিট কার্ডে ইএমআই সুবিধা, নগদ ছাড়, লটারির মাধ্যমে উপহার ও এক্সেসরিজ ফ্রি দিচ্ছে ব্র্যান্ডগুলো।
শুক্রবার মেলার দ্বিতীয় দিন বিভিন্ন স্টল ঘুরে দেখা গেছে, সবচেয়ে বেশি ছাড় দিচ্ছে কোরিয়ান ব্র্যান্ড স্যামসাং। প্রতিটি সেটে ইএমআই সুবিধা ছাড়াও ক্রেতারা বিভিন্ন স্যামসাং ডিভাইসে ১০ শতাংশ ও ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড় সুবিধা উপভোগ করতে পারছেন। মোবাইল ফোনের সঙ্গে ফ্লাস্ক, টি-শার্ট, ব্যাকপ্যাক ইত্যাদি উপহার দিচ্ছে কোম্পানিটি।
স্যামসাংয়ের এরিয়া ম্যানেজার জাহিদুল ইসলাম রুবেল বলেন, "আমরা এবারের মেলায় খুব ভালো সাড়া পেয়েছি, আমাদের টার্গেট ৫ কোটি টাকার ফোন বিক্রি করা এ মেলায়। তবে লোক সমাগম দেখে মনে হচ্ছে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।"
মেলায় স্যামসাং ছাড়াও অপ্পো, রিয়েলমি, শাওমি, টেকনো, ভিভো, ওয়ালটন, ওয়ান প্লাসসহ বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন পাওয়া যাচ্ছে। এছাড়া স্মার্টফোনের জন্য আনুষঙ্গিক গ্যাজেট ও এক্সেসরিজ নিয়ে রয়েছে বেশ কয়েকটি স্টল ও প্যাভিলিয়ন।
ভিভোর ডেপুটি ম্যানেজার (সেলস) সাজেদুর রহমান বলেন, "আজ (শুক্রবার) আমরা ৩৫টি ফোন বিক্রি করেছি, তার আগের দিন ৪২টি বিক্রি করেছি। করোনার জন্য আগেরবারের তুলনায় এবছর বিক্রি কম হচ্ছে। এছাড়াও এ বছর বাণিজ্য মেলা অন্য জায়গায় হওয়ায় লোক সমাগম একটু কম হচ্ছে প্রতিবারের তুলনায়।"
তিনি আরও বলেন, মেলায় ভিভো ওয়াই১২এ স্মার্টফোনে এক হাজার (১০০০) টাকা ছাড় পাচ্ছেন। এতে করে ১২,৯৯০ টাকার ওয়াই১২এ পাওয়া যাচ্ছে ১১,৯৯০ টাকায়। এছাড়া যেকোনো স্মার্টফোন কিনলেই পাওয়া যাচ্ছে ভিভো স্পিকার, ভিভো ব্যাগ, ভিভো ছাতা এবং ল্যাম্পের মতো চমৎকার উপহার।
অপ্পোর ফিল্ড অপারেশন অফিসার রুবাইয়াত ফেরদৌস বলেন, "গতকাল আমরা ২০০টি ফোন বিক্রি করেছি, আজ (শুক্রবার) আশা করছি ২০০ ছাড়িয়ে যাবে। তবে এই মেলাতে আমাদের মূল উদ্দেশ্য মার্কেটিং করা, নতুন মডেলের ফোন গ্রাহকের কাছে পরিচিত করা, মেলাতে বিক্রয়ই মূল না।"
এবারের মেলায় দেশে প্রথমবারের মতো সবার জন্য ৫-জি এক্সপেরিয়েন্স জোন করা হয়েছে। মোবাইল অপারেটর টেলিটকের পরিচালনায় ও হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশের কারিগরি সহায়তায় এই জোনে এসে দর্শকরা সরাসরি ৫-জি অভিজ্ঞতা নিতে পারছেন।
মেলার পৃষ্ঠপোষকতায় রয়েছে মোবাইল ব্যান্ড স্যামসাং, অপ্পো, ভিভো, রিয়েলমি, টেকনো ও ডিএক্স। মেলার টেকনোলজি পার্টনার হুয়াওয়ে। লজিস্টিক পার্টনার হিসেবে রয়েছে ই-কুরিয়ার।
প্রদর্শনীর সব আপডেট ও খবর মেলার অফিসিয়াল ফেইসবুক পেইজ (www.facebook.com/STExpo/) এবং দেশের তথ্যপ্রযুক্তি বিষয়ক শীর্ষ নিউজ পোর্টাল টেকশহরডটকমে (techshohor.com) পাওয়া যাবে।
মেলার আয়োজক প্রতিষ্ঠান মেকার কমিউনিকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহম্মদ খান জানান, সবসময়ের মতো এবারও দেশের স্মার্ট ডিভাইস ব্যবহারকারীরা সর্বশেষ মডেলের স্মার্টফোন ও ট্যাব পরখ করে দেখার সুযোগ পাচ্ছেন এই মেলায়। থাকছে ছাড় ও উপহার।