কিউকমের ২০ গ্রাহক ফেরত পেলেন ৪০ লাখ টাকা
অগ্রিম অর্থ পরিশোধের পরেও পণ্য পাননি, ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের এমন ২০ জন গ্রাহককে ৪০ লাখ টাকা ফেরত দিয়েছে আজ বাণিজ্য মন্ত্রণালয়। এই গ্রাহকেরা অন্তত সাত মাস আগে পণ্যের জন্য তাদের অগ্রিম অর্থ প্রদান করেছিলেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ আজ পেমেন্ট গেটওয়ে ফস্টার করপোরেশন লিমিটেডের কাছে আটকে থাকা কিউকমের হাজার হাজার গ্রাহকের মধ্যে ৬ হাজার ৭০০ জনকে অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়াটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
তপন কান্তি ঘোষ বলেন, "এই আনুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গ্রাহকদের টাকা ছাড় শুরু হলো। পর্যায়ক্রমে তালিকাভুক্ত অন্যান্য গ্রাহকও আগামী কয়েকদিনের মধ্যে তাদের টাকা ফেরত পাবেন।"
দেশে ই-কমার্স খাতে একের পর এক প্রতারণার ঘটনা উদঘাটন হচ্ছে। বিভিন্ন গেটওয়ের কাছে সংশ্লিষ্ট যেসব ই-কমার্স প্রতিষ্ঠানের গ্রাহকদের টাকা আটকে রয়েছে, তাদের মধ্যে কিউকম গ্রাহকের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়াটিই প্রথম শুরু হলো।
গত বছরের ৩০ জুন চালু হওয়া এসক্রো সার্ভিসের মাধ্যমে কিউকমের গ্রাহকেরা ১৬৬ কোটি টাকা পরিশোধ করে। কিন্তু কেউই তাদের পণ্য গ্রহণ করেনি।
তবে অগ্রিম অর্থ পরিশোধের পরেও কতজন গ্রাহক পণ্য পান নি, সে বিষয়ে কিউকম, ফস্টার বা বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে এখনও সঠিক হিসাব নেই।
জানা গেছে, ফস্টারের কাছে আটকে থাকা ৩৯৭ কোটি টাকা ছাড়াও কিউকমের গুদামে আরও ১০০ কোটি টাকার পণ্য রয়েছে।
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তথ্য অনুযায়ী, কিউকমের ৬টি একাউন্টে গ্রাহকরা জমা করেছে ৭৯০ কোটি টাকা। লেনদেন স্থগিত থাকা এসব একাউন্টে ডিপোজিট আছে ২.৯৭ কোটি টাকা। বাকি টাকা তুলে নিয়েছে কোম্পানিটি।