বেতন কাঠামো পুনর্বিবেচনার দাবি ব্যাংকার সংগঠনগুলোর
বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের বেতন-ভাতা সংক্রান্ত সম্প্রতি ইস্যু করা বাংলাদেশ ব্যাংকের (বিবি) গাইডলাইন নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব না, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এ কথা বলেন।
আজ ঢাকায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি), অ্যাসোসিয়েশন অব ব্যাংকারস, বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের মধ্যকার এক বৈঠকের পর এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, "মার্চের মধ্যে এন্ট্রি লেভেল ব্যাংক কর্মকর্তাদের গাইডলাইন মেনে বেতন-ভাতা দেওয়া কঠিন হবে,"
"আমরা গভর্নরকে সময় বাড়ানোর এবং পুরো বিষয়টি আরেকবার বিবেচনা করার অনুরোধ করেছি। আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংক বিষয়টি খতিয়ে দেখবে,"
এর আগে, গত ২০ জানুয়ারি শিক্ষানবিশকাল শেষ হওয়ার পর বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের সর্বনিম্ন বেতন ৩৯ হাজার টাকা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আগামী মার্চ থেকে এ নির্দেশনা কার্যকর করতে হবে বলে জানানো হয়েছে নির্দেশনায়।
এ নির্দেশনায় বলা হয়েছে যে, ব্যাংকের বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারলে অথবা অদক্ষতার অজুহাতে কোনো ব্যাংকারকে চাকরিচ্যুত করা যাবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষানবিশকালে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারদের (জেনারেল ও ক্যাশ) সর্বনিম্ন বেতন হবে ২৮ হাজার টাকা।