অর্থনৈতিক দুর্দশাগ্রস্ত শ্রীলঙ্কা বাংলাদেশের সাথে আরও ২৫ কোটি ডলারের মুদ্রা বিনিময় করতে চায়
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2022/03/29/sri_lanka.jpg)
আর্থিক সংকটে নাজেহাল বাংলাদেশের দক্ষিণ এশীয় প্রতিবেশী শ্রীলঙ্কা। ভুগছে বৈদেশিক মুদ্রার চরম সংকটে। এবার দেশটি বাংলাদেশের সাথে ২৫ কোটি ডলারের মুদ্রা বিনিময় করতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
মঙ্গলবার (২৯ মার্চ) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত বিমসটেক (বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা অ্যান্ড থাইল্যান্ড ইকোনমিক কো-অপারেশন) দেশগুলোর মন্ত্রীপর্যায়ের বৈঠকের সাইডলাইনে নিউজফার্স্ট গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
এসময় তিনি বলেন, "এবিষয়ে আমরা কাজ করছি, তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। কারণ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আমদানি-নির্ভর বাংলাদেশের সামনেও অনেক অনিশ্চয়তা দেখা দিয়েছে।"
মোমেন জানান, গত বছর শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের আরেকটি ২৫ কোটি ডলারের মুদ্রা বিনিময় চুক্তি হয়, যা পরিশোধের মেয়াদ বৃদ্ধি করেছে বাংলাদেশ। তবে এবিষয়ে তিনি আরও বিস্তারিত কিছু জানাননি।